করোনা অতিমারিতে প্রায় দেড় বছর কাটিয়ে দিয়েছে গোটা বিশ্ব৷ ওয়ার্ক ফ্রম হোম, জুম মিটিং এই শব্দগুলি এখন রোজকার হয়ে দাঁড়িয়েছে৷ এরই মধ্যে একাধিকবার অনলাইন মিটিং বা ক্লাস চলাকালীন ক্যামেরা অন করেই যৌনতায় মেতেছেন একাধিক ব্যক্তি৷ ফের একবার সেই ঘটনাই ঘটল৷ টিচার্স অ্যাসোসিয়েশনের মিটিং চলাকালীন নিজের পার্টনারের সঙ্গে যৌনতায় লিপ্ত হন টিচার৷ Photo-Representative
সপ্তাহ খানেক আগে জামাইকা টিচার্স অ্যাসোসিয়েশনের মিটিং চলাকালীন একজন শিক্ষিকা বলছিলেন এই করোনা অতিমারিতে পড়াশুনো করানো ঠিক কতটা কঠিন তখনই একটা উইন্ডোতে দেখা যায় যৌনতায় লিপ্ত রয়েছেন আরও এক শিক্ষিকা৷ তাও অন্য শিক্ষিকা নিজেদের পেশার অপরিসীম গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রায় ২ মিনিট ধরেই ক্যামেরা অন রেখে যৌনতা চালিয়ে যান অভিযুক্ত শিক্ষিকা৷ Photo-Collected