হোম » ছবি » বিদেশ » ফের একবার কেলেঙ্কারির একশেষ, জুমে মিটিং চলাকালীনই যৌনতায় মাতলেন শিক্ষিকা

ফের একবার কেলেঙ্কারির একশেষ, Zoom এ মিটিং চলাকালীনই যৌনতায় মাতলেন শিক্ষিকা

  • Bangla Digital Desk

  • 15

    ফের একবার কেলেঙ্কারির একশেষ, Zoom এ মিটিং চলাকালীনই যৌনতায় মাতলেন শিক্ষিকা

    করোনা অতিমারিতে প্রায় দেড় বছর কাটিয়ে দিয়েছে গোটা বিশ্ব৷ ওয়ার্ক ফ্রম হোম, জুম মিটিং এই শব্দগুলি এখন রোজকার হয়ে দাঁড়িয়েছে৷ এরই মধ্যে একাধিকবার অনলাইন মিটিং বা ক্লাস চলাকালীন ক্যামেরা অন করেই যৌনতায় মেতেছেন একাধিক ব্যক্তি৷ ফের একবার সেই ঘটনাই ঘটল৷ টিচার্স অ্যাসোসিয়েশনের মিটিং চলাকালীন নিজের পার্টনারের সঙ্গে যৌনতায় লিপ্ত হন টিচার৷ Photo-Representative

    MORE
    GALLERIES

  • 25

    ফের একবার কেলেঙ্কারির একশেষ, Zoom এ মিটিং চলাকালীনই যৌনতায় মাতলেন শিক্ষিকা

    এবারের ঘটনাটি ঘটেছে জামাইকায়৷ বৈঠকে হাজির তাঁর বাকি সহকর্মীরা একেবারে স্তম্ভিত হয়ে যান গোটা ঘটনায়৷ ভাইরাল ফুটেজ একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে৷ যৌনতায় মত্ত জুটি বৈঠক চলাকালীনই বিছানার ওপর ঝড় তোলেন৷ Photo-Collected

    MORE
    GALLERIES

  • 35

    ফের একবার কেলেঙ্কারির একশেষ, Zoom এ মিটিং চলাকালীনই যৌনতায় মাতলেন শিক্ষিকা

    সপ্তাহ খানেক আগে জামাইকা টিচার্স অ্যাসোসিয়েশনের মিটিং চলাকালীন একজন শিক্ষিকা বলছিলেন এই করোনা অতিমারিতে পড়াশুনো করানো ঠিক কতটা কঠিন তখনই একটা উইন্ডোতে দেখা যায় যৌনতায় লিপ্ত রয়েছেন আরও এক শিক্ষিকা৷ তাও অন্য শিক্ষিকা নিজেদের পেশার অপরিসীম গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রায় ২ মিনিট ধরেই ক্যামেরা অন রেখে যৌনতা চালিয়ে যান অভিযুক্ত শিক্ষিকা৷ Photo-Collected

    MORE
    GALLERIES

  • 45

    ফের একবার কেলেঙ্কারির একশেষ, Zoom এ মিটিং চলাকালীনই যৌনতায় মাতলেন শিক্ষিকা

    বৈঠকের সঙ্গে এই ভিডিওটিও রেকর্ড হয়ে যায় আর স্বাভাবিকভাবেই লজ্জার এই ভিডিও ভাইরাল হতে কোনও সময়ই নেয়নি৷ বৈঠকে থাকা একজন জানান রেকর্ডিং চলছে, আর একজন অভিসম্পাত করেন, কিন্তু তাতে মিলনরত দম্পতির বয়েই গেছে৷ Photo-Representative

    MORE
    GALLERIES

  • 55

    ফের একবার কেলেঙ্কারির একশেষ, Zoom এ মিটিং চলাকালীনই যৌনতায় মাতলেন শিক্ষিকা

    মারাত্মক এই ভিডিওতে দেখা যায় একজন পুরুষ নগ্ন হয়ে বিছানায় শুয়ে রয়েছেন অন্যদিকে এক মহিলা সেখানে গিয়ে নিজের পোশাক খুলে মিলন প্রক্রিয়া শুরু করলেন৷ এর আগেও একাধিকবার জুম কল চলাকালীন এই ধরণের নক্কারজনক ঘটনা ঘটেছে, ফের একবার সেই ধরণের ঘটনা ঘটায় আলোচনা তুঙ্গে৷ Photo-Representative

    MORE
    GALLERIES