মৃত্যুপুরী শ্রীলঙ্কা ! বিস্ফোরণে ক্ষতবিক্ষত কলম্বো

Last Updated:
1/13
রবিবার সাতসকালে ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত শ্রীলঙ্কা ৷ মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷
রবিবার সাতসকালে ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত শ্রীলঙ্কা ৷ মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷
advertisement
2/13
জানা গিয়েছে, প্রার্থনা চলাকালীন ওই ৩ গির্জায় ধারাবাহিক বিস্ফোরণ হয়। হতাহতের সংখ্যা ৪০০-র বেশি বলে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যুর খবর মিলেছে।  (Image: AP)
জানা গিয়েছে, প্রার্থনা চলাকালীন ওই ৩ গির্জায় ধারাবাহিক বিস্ফোরণ হয়। হতাহতের সংখ্যা ৪০০-র বেশি বলে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যুর খবর মিলেছে। (Image: AP)
advertisement
3/13
পবিত্র ইস্টারের প্রার্থনার জন্য অনেকে জমায়াত হয়েছিলেন চার্চে, সেখানে আচমকা বিস্ফোরণ৷  (Image: AFP)
পবিত্র ইস্টারের প্রার্থনার জন্য অনেকে জমায়াত হয়েছিলেন চার্চে, সেখানে আচমকা বিস্ফোরণ৷ (Image: AFP)
advertisement
4/13
এখনও অবধি এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত থাকায় ৭ জনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ ৷ (Image: AFP)
এখনও অবধি এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত থাকায় ৭ জনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ ৷ (Image: AFP)
advertisement
5/13
প্তম বিস্ফোরণটি হয় দেহিওয়ালার একটি হোটেলে ৷ এই বিস্ফোরণের জেরে অন্ততপক্ষে ২ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ (Image: AFP)
প্তম বিস্ফোরণটি হয় দেহিওয়ালার একটি হোটেলে ৷ এই বিস্ফোরণের জেরে অন্ততপক্ষে ২ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ (Image: AFP)
advertisement
6/13
১টি হোটেলে জোরাল বিস্ফোরণ ঘটে ৷ সপ্তম বিস্ফোরণটি হয় দেহিওয়ালার একটি হোটেলে ৷ (Image: AP)
১টি হোটেলে জোরাল বিস্ফোরণ ঘটে ৷ সপ্তম বিস্ফোরণটি হয় দেহিওয়ালার একটি হোটেলে ৷ (Image: AP)
advertisement
7/13
এই বিস্ফোরণের জেরে অন্ততপক্ষে ২ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা ৷ (Image: AP)
এই বিস্ফোরণের জেরে অন্ততপক্ষে ২ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা ৷ (Image: AP)
advertisement
8/13
 ১০ দিনে আগেই খবর ছিল এই আত্মঘাতীর হামলা ৷ এমনকী, এই হামলা নিয়ে সতর্ক শ্রীলঙ্কার পুলিশ প্রধান ৷ এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা এএফপি (Image: AP)
১০ দিনে আগেই খবর ছিল এই আত্মঘাতীর হামলা ৷ এমনকী, এই হামলা নিয়ে সতর্ক শ্রীলঙ্কার পুলিশ প্রধান ৷ এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা এএফপি (Image: AP)
advertisement
9/13
এই ঘটনায় নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি নাগরিকের সংখ্যা প্রায় ৩৫ ৷ এর মধ্যে রয়েছে ৩ জন ভারতীয় নাগরিক (Image: AP)
এই ঘটনায় নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি নাগরিকের সংখ্যা প্রায় ৩৫ ৷ এর মধ্যে রয়েছে ৩ জন ভারতীয় নাগরিক (Image: AP)
advertisement
10/13
নিহত লোকাসিনি, নারায়ণ চন্দ্রশেখর, রমেশ ৷ (Image: Reuters)
নিহত লোকাসিনি, নারায়ণ চন্দ্রশেখর, রমেশ ৷ (Image: Reuters)
advertisement
11/13
এখনও অবধি এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত থাকায় ৭ জনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ ৷ (Image: Reuters)এখনও অবধি এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত থাকায় ৭ জনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ ৷ (Image: Reuters)
এখনও অবধি এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত থাকায় ৭ জনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ ৷ (Image: Reuters)এখনও অবধি এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত থাকায় ৭ জনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ ৷ (Image: Reuters)
advertisement
12/13
প্রথম বিস্ফোরণের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবারও ৭বার কেঁপে উঠে শ্রীলঙ্কা  (Image: Reuters)
প্রথম বিস্ফোরণের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবারও ৭বার কেঁপে উঠে শ্রীলঙ্কা (Image: Reuters)
advertisement
13/13
শ্রীলঙ্কা ধারাবাহিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১৫, মৃতদের মধ্যে রয়েছেন ৩ ভারতীয়  (Image: Reuters)
শ্রীলঙ্কা ধারাবাহিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১৫, মৃতদের মধ্যে রয়েছেন ৩ ভারতীয় (Image: Reuters)
advertisement
advertisement
advertisement