Sheikh Hasina: ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে! হাসিনার রায় মানছে না আওয়ামী লীগ! ফিরে আসার দুরন্ত প্ল্যান তৈরি?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sheikh Hasina: আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে দেওয়ার রায়টি ছিল পূর্বনির্ধারিত।
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই তার বিরুদ্ধে প্রথম মামলার রায়। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড আর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
advertisement
কিন্তু এই রায় প্রত্যাখ্যান করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে দেওয়ার রায়টি ছিল পূর্বনির্ধারিত। তিনি বলেন, “এটি বিচারের আগেই দেওয়া রায়। এর সবকিছুই পূর্বনির্ধারিত। আজ ট্রাইব্যুনালে রায় দেওয়ার সময় যা দেখেছেন, তা খুব সতর্কতার সঙ্গে সাজানো ও সবার সামনে মঞ্চস্থ করা হয়েছিল।”
advertisement
advertisement
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে সরকারি নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ''আজ যে রায় ঘোষণা করেছে, এই রায় বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করে। বাংলাদেশের জনগণ এই রায় মানে না, মানবে না।'' তিনি আরও বলেন, “প্রতিশোধের লক্ষ্য নিয়ে মানুষের প্রিয় নেত্রীর বিরুদ্ধে যে রায় দিয়েছে, তা মেনে নেব আমরা। অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করব।”
advertisement
advertisement
advertisement
