জি৭ বৈঠক কাটছাঁট কেন...? ‘যুদ্ধবিরতির থেকেও আরও বড় কিছু হতে চলেছে, ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন মাক্রোঁ খালি ভুল বোঝেন’
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Israel Iran Ceasefire: কানাডায় G7 শীর্ষ সম্মেলন থেকে তাঁর তড়িঘড়ি চলে যাওয়ার পিছনে ইজরায়েল ও ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতি মোটেই কারণ নয়; আসলে 'এর চেয়েও অনেক বড় কিছু' আছে বলে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে G7 থেকে তার প্রস্থান সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "ম্যাক্রোঁ সবসময় ভুল বোঝেন"।
কানাডায় G7 শীর্ষ সম্মেলন থেকে তাঁর তড়িঘড়ি চলে যাওয়ার পিছনে ইজরায়েল ও ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতি মোটেই কারণ নয়; আসলে 'এর চেয়েও অনেক বড় কিছু' আছে বলে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে G7 থেকে তার প্রস্থান সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "ম্যাক্রোঁ সবসময় ভুল বোঝেন"।
advertisement
advertisement
advertisement
ট্রাম্পের দাবি, তাঁর সফরসূচি কাটছাঁটের কারণ নিয়ে ভুল ব্যাখ্যা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ইজ়রায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষবিরতির জন্য ট্রাম্প ওয়াশিংটনে ফিরছেন মাক্রোঁ নাকি এমনটাই মন্তব্য করেছেন বলে দাবি ট্রাম্পের। মাক্রোঁ নিজেকে প্রচারের মধ্যে রাখতে চান বলে খোঁচা দিয়ে ট্রাম্পের দাবি, মাক্রোঁ ‘ভুল’ বলছেন। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, “আমার ফেরার সঙ্গে ইজরায়েল ইরানের সংঘর্ষবিরতির কোনও সম্পর্ক নেই। বিষয়টি এর থেকেও অনেক বড় কিছু আছে কারণ। তাঁর কথায়, ইমানুয়েল সবসময় ভুল বোঝেন।”
advertisement
মঙ্গলবার টানা পঞ্চম দিনও ইজরায়েল ইরান সংঘাত অব্যাহত। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নাগরিকদের অবিলম্বে তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প তাঁর এই সতর্কবাণীর পাশাপাশি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রস্তাবিত চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
advertisement
হোয়াইট হাউজ ইতিমধ্যেই ঘোষণা করেছে, ট্রাম্প কানাডায় অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন শীর্ষ সম্মেলন থেকে অব্যহতি নিয়ে একদিন আগেই দেশে ফিরছেন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সঙ্কট মোকাবিলায় জি৭ বৈঠক থেকে নির্ধারিত দিনের একদিন আগেই ফিরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। ফিরেই ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের একটি সভা আহ্বান করবেন বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement