Iran Israel War: আফ্রিকার 'চে গেভারা', আমেরিকার নতুন যম! পুতিন বলছেন, নতুন বিশ্বনেতা! কে এই তরুণ তুর্কী জানেন! কী আছে তাঁর কাছে? ইরান-ইজরায়েল যুদ্ধে এই হতে পারে গেমচেঞ্জার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Iran Israel War: পশ্চিম আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর ৩৭ বছর বয়সি ক্যারিশমাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে গত কয়েক বছরে সমগ্র আফ্রিকার নেতা হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন।
advertisement
পশ্চিম আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর ৩৭ বছর বয়সি ক্যারিশমাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে গত কয়েক বছরে সমগ্র আফ্রিকার নেতা হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন। তার দেশসহ ওই অঞ্চলের বেশকিছু দেশের মানুষের মধ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন। পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য-উপনিবেশবাদের ধারণা থেকে মুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ এই সেনাশাসক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রাষ্ট্রীয় নীতিতে এই ধরনের আমূল পরিবর্তন আনার কারণেই আফ্রিকায় ট্রাওরের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে বলছিলেন দক্ষিণ আফ্রিকার ইন্সটিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের গবেষক এনোখ র্যান্ডি আইকিন্স। তিনি বলেনন, তাকে এখন আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট বললে খুব একটা ভুল বলা হবে না। সোশ্যাল মিডিয়ায় প্রচারণার ফলে তার জনপ্রিয়তা আরও বেড়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
তার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও বাকপটুতা তাকে সারাবিশ্বেই বেশ জনপ্রিয় করে তুলেছে। আফ্রিকান-আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নাগরিকদের মধ্যেও তার এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বলে বলছিলেন গবেষক মিজ ওচিয়েং। তার মতে, বর্ণবাদ, সাম্রাজ্যবাদ বা দাসত্বের প্রভাব যারা অভিজ্ঞতা করেছেন, তারা সবাই তার বার্তার অর্থ অনুভব করতে পারবেন।
advertisement
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ অবশ্য ট্রাওরের খুব একটা ভক্ত নন। ফরাসি প্রেসিডেন্ট ট্রাওরেকে ‘স্বঘোষিত আফ্রিকাপন্থি ও নব্য-সাম্রাজ্যবাদী’ জোটের অংশ হিসেবে উল্লেখ করেছিলেন তার এক বক্তব্যে। ২০২৩ সালে ওই বক্তব্যে তিনি চিন ও রাশিয়াকে অভিযুক্ত করেছিলেন আফ্রিকার সাবেক ফরাসী কলোনি থাকা দেশগুলোকে অস্থিতিশীল করার অভিযোগে।
advertisement
advertisement