Iran-Israel Ceasefire: 'ইজরায়েল ও ইরানই আমার কাছে এসেছিল', ফের একবার যুদ্ধবিরতির কৃতিত্ব নিয়ে বড় দাবি ট্রাম্পের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Iran-Israel Ceasefire: পশ্চিম এশিয়ার যুদ্ধবিরতি প্রশ্নে তোলপাড় গোটা বিশ্ব। ইরানের পাল্টা বিবৃতির পর এবার স্বঘোষিত 'ইজরায়েল-ইরান সংঘর্ষবিরতি' নিয়ে সমাজমাধ্যমে আরও একটি পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
advertisement
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইজ়রায়েল এবং ইরান প্রায় একই সঙ্গে তাঁর কাছে এসেছিল। দুই দেশই তাঁর কাছে গিয়ে ‘শান্তি’র কথা বলে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতার কৃতিত্ব দাবি করে বলেন, “ইজরায়েল ও ইরান প্রায় একই সঙ্গে আমার কাছে এসে বলেছে, 'শান্তি!'
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলা ওই কর্মকর্তার মতে, "ট্রাম্প ব্যক্তিগতভাবে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ একই সঙ্গে ইরানি প্রতিপক্ষদের সঙ্গে চালিয়ে যাচ্ছেন কূটনৈতিক প্রচেষ্টা।
advertisement
advertisement
ওই কর্মকর্তা একইসঙ্গে বলেন, "ইরান অশান্তি কমাতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে, এবং এক্ষুনি তাদের নতুন করে হামলার কোনও পরিকল্পনা নেই বলেও ইঙ্গিত দিয়েছে। উভয় পক্ষের সমন্বয় সাধনে ট্রাম্পের সরাসরি অংশগ্রহণ-সহ গত কয়েকদিন ধরে কূটনৈতিক স্তরে উচ্চ পর্যায়ের আলোচনার পরই এই সাফল্য এসেছে বলেই দাবি হোয়াইট হাউজের।