Rainbow Python: রামধনু রঙের বিরল সাপের খোঁজ, এক শরীরের সাতটি রঙ

Last Updated:
Rainbow Python: রামধনু রঙের সাপটির শরীর থেকে সাতটি রঙ ঠিকরে বেরোচ্ছে!
1/5
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় খোঁজ পাওয়া গেল বিরল প্রজাতির রেনবো পাইথনের। এই সাপ রামদনু রঙের।
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় খোঁজ পাওয়া গেল বিরল প্রজাতির রেনবো পাইথনের। এই সাপ রামদনু রঙের।
advertisement
2/5
এই সাপের রঙটাই মূল আকর্ষণ। না হলে আকার সাধারণ পাইথনের মতোই। সোস্যাল মিডিয়ায় এই সাপের ছবি ও ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।
এই সাপের রঙটাই মূল আকর্ষণ। না হলে আকার সাধারণ পাইথনের মতোই। সোস্যাল মিডিয়ায় এই সাপের ছবি ও ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।
advertisement
3/5
ক্যালিফোর্নিয়ার একটি চিড়িয়াখানায় রাখা হয়েছে সাপটিকে। চিড়িয়াখানার কর্তা জে ব্রিউয়ার সাপটির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ক্যালিফোর্নিয়ার একটি চিড়িয়াখানায় রাখা হয়েছে সাপটিকে। চিড়িয়াখানার কর্তা জে ব্রিউয়ার সাপটির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
advertisement
4/5
সাপটির শরীর থেকে রামধনু সাতটি রঙ ঠিকরে বেরোচ্ছে যেন। যা দেখে অবাক অনেকেই।
সাপটির শরীর থেকে রামধনু সাতটি রঙ ঠিকরে বেরোচ্ছে যেন। যা দেখে অবাক অনেকেই।
advertisement
5/5
ক্যালিফোর্নিয়ার চিড়িয়াখানার কর্তা সাপটিকে যত্নে রেখেছেন। তিনি দাবি করেছেন, গত ৫০ বছর ধরে তিনি সাপ ধরার কাজ করেন। আর সাপদের তিনি সন্তানের মতো দেখাশোনা করেন।
ক্যালিফোর্নিয়ার চিড়িয়াখানার কর্তা সাপটিকে যত্নে রেখেছেন। তিনি দাবি করেছেন, গত ৫০ বছর ধরে তিনি সাপ ধরার কাজ করেন। আর সাপদের তিনি সন্তানের মতো দেখাশোনা করেন।
advertisement
advertisement
advertisement