ইন্দোনেশিয়ায় সুনামি কাড়ল ১৬৮ প্রাণ, দেখে নিন কীভাবে তৈরি হল সুনামি

Last Updated:
1/5
১.জাপানি দুটি শব্দকে জুড়ে তৈরি হয়েছে সুনামি শব্দটি ৷ সু (Tus)শব্দের অর্থ সমুদ্রতট ও নামি(Nami)শব্দের অর্থ ঢেউ ৷ Photo: News 18 Creative
১.জাপানি দুটি শব্দকে জুড়ে তৈরি হয়েছে সুনামি শব্দটি ৷ সু (Tus)শব্দের অর্থ সমুদ্রতট ও নামি(Nami)শব্দের অর্থ ঢেউ ৷ Photo: News 18 Creative
advertisement
2/5
২.সমুদ্রের নীচে বা সমুদ্রপৃষ্ঠ কেঁপে ওঠার ফলেই সুনামির জন্ম হয় ৷ মাটি সরে যাওয়া বা অগ্নুৎপাতের ফলে তৈরি হয় সুনামি ৷ Photo: News 18 Creative
২.সমুদ্রের নীচে বা সমুদ্রপৃষ্ঠ কেঁপে ওঠার ফলেই সুনামির জন্ম হয় ৷ মাটি সরে যাওয়া বা অগ্নুৎপাতের ফলে তৈরি হয় সুনামি ৷ Photo: News 18 Creative
advertisement
3/5
৩.কীভাবে ঘটে সুনামি ? সমুদ্রতলে কম্পন অনুভূত হয় ৷ যা প্রভাব ফেলে সমুদ্রে ৷ বারেবারে এমন দোলায় শুরু হয় জলোচ্ছ্বাস ৷ মাঝ সমুদ্রে সুনামির দাপট থাকে বেশি ৷ ক্ষমতা কমলেও পাড়ে আছড়ে পড়ার সময় সুনামির ঢেউয়ের উচ্চতা বেড়ে যায় ৷ Photo: News 18 Creative
৩.কীভাবে ঘটে সুনামি ? সমুদ্রতলে কম্পন অনুভূত হয় ৷ যা প্রভাব ফেলে সমুদ্রে ৷ বারেবারে এমন দোলায় শুরু হয় জলোচ্ছ্বাস ৷ মাঝ সমুদ্রে সুনামির দাপট থাকে বেশি ৷ ক্ষমতা কমলেও পাড়ে আছড়ে পড়ার সময় সুনামির ঢেউয়ের উচ্চতা বেড়ে যায় ৷ Photo: News 18 Creative
advertisement
4/5
৪.মাঝ সমুদ্রে সুনামির গতি থাকে প্রায় জেট প্লেনের গতির সমান ৷ অর্থাৎ ঘণ্টায় ৫০০ মাইলের গতিতে ওঠে এই ঝড় ৷ যত পাড়ের দিকে এগোতে থাকে সুনামি ততই গতি কমে সুনামির ৷ আছড়ে পড়ার সময় গতি থাকে প্রায় ঘণ্টায় ২০ থেকে ৩০ মাইল ৷ Photo: News 18 Creative
৪.মাঝ সমুদ্রে সুনামির গতি থাকে প্রায় জেট প্লেনের গতির সমান ৷ অর্থাৎ ঘণ্টায় ৫০০ মাইলের গতিতে ওঠে এই ঝড় ৷ যত পাড়ের দিকে এগোতে থাকে সুনামি ততই গতি কমে সুনামির ৷ আছড়ে পড়ার সময় গতি থাকে প্রায় ঘণ্টায় ২০ থেকে ৩০ মাইল ৷ Photo: News 18 Creative
advertisement
5/5
৫.৮০ শতাংশ সুনামি আছড়ে পড়ে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকায় ৷ ওই এলাকাকে রিং অফ ফায়ার বা আগ্নেয়বলয় হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷  Photo: News 18 Creative
৫.৮০ শতাংশ সুনামি আছড়ে পড়ে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকায় ৷ ওই এলাকাকে রিং অফ ফায়ার বা আগ্নেয়বলয় হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ Photo: News 18 Creative
advertisement
advertisement
advertisement