রাশিয়া দেশে প্রবেশ করার পর থেকে পাল্টা লড়াইয়ের কথা বারবার বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। দিনে দ্বিতীয় বার ভাষণের সময় জেলেনস্কি বললেন, দেশের মানুষকে এক স্বাধীনতার যুদ্ধ লড়তে হবে। দেশের যে মানুষেরা যুদ্ধে লড়াই করতে চাইবেন, তাঁদের হাতে অস্ত্র তুলে দেবে ইউক্রেন প্রশাসন। কার্যত দেশের প্রতিটি মানুষকেই একসঙ্গে লড়াই করার কথা বললেন তিনি। REUTERS/Bryan Woolston