যে দেশে একটি ডিমের দাম প্রায় ₹১০০০, বার্গার ₹৫০ লক্ষ!

Last Updated:
দেশটির নাম ভেনেজুয়েলা৷ দক্ষিণ আমেরিকার দেশটি এই মুহূর্তে জিনিসপত্রের দামে জর্জরিত৷ সাধারণত, ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের উপর হলেই ত্রাহি রব ওঠে জনগণের৷ সেখানে ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতির হার ১০ লক্ষ শতাংশ৷
1/4
মুদ্রাস্ফীতির হার৷ শব্দটা শুনলেই অর্থনীতির জটিল কচকচানি লাগে৷ আসলে সোজা কথায় হল, জিনিসপত্রের দাম বৃদ্ধি৷ অর্থাত্‍‌ টাকার দামে পতন৷ কখনও শুনেছেন, একটি বার্গারের দাম মেটাতে গিয়ে, টাকা না গোনে দাঁড়িপাল্লায় ওজন করে দিতে হচ্ছে? তাও ঘটে এ বিশ্বের একটি দেশে৷
মুদ্রাস্ফীতির হার৷ শব্দটা শুনলেই অর্থনীতির জটিল কচকচানি লাগে৷ আসলে সোজা কথায় হল, জিনিসপত্রের দাম বৃদ্ধি৷ অর্থাত্‍‌ টাকার দামে পতন৷ কখনও শুনেছেন, একটি বার্গারের দাম মেটাতে গিয়ে, টাকা না গোনে দাঁড়িপাল্লায় ওজন করে দিতে হচ্ছে? তাও ঘটে এ বিশ্বের একটি দেশে৷
advertisement
2/4
দেশটির নাম ভেনেজুয়েলা৷ দক্ষিণ আমেরিকার দেশটি এই মুহূর্তে জিনিসপত্রের দামে জর্জরিত৷ সাধারণত, ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের উপর হলেই ত্রাহি রব ওঠে জনগণের৷ সেখানে ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতির হার ১০ লক্ষ শতাংশ৷
দেশটির নাম ভেনেজুয়েলা৷ দক্ষিণ আমেরিকার দেশটি এই মুহূর্তে জিনিসপত্রের দামে জর্জরিত৷ সাধারণত, ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের উপর হলেই ত্রাহি রব ওঠে জনগণের৷ সেখানে ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতির হার ১০ লক্ষ শতাংশ৷
advertisement
3/4
যার নির্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি৷ একসময় এই ভেনেজুয়েলাই ছিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ৷
যার নির্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি৷ একসময় এই ভেনেজুয়েলাই ছিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ৷
advertisement
4/4
জিনিসপত্রের দাম এমন জায়গায় পৌঁছেছে যে, একটি বার্গারের দাম ভারতীয় মুদ্রায় ৫০ লক্ষ টাকা পর্যন্তও উঠছে৷ অর্থনীতি এতটাই ভেঙে পড়েছে যে, প্রতি দিন প্রায় ৫ হাজার করে মানুষ অন্য দেশে পালাচ্ছে৷ ডাক্তাররা সরকারি হাসপাতাল ছেড়ে পালাচ্ছে৷ দেশটির বেশির ভাগ মহিলাই খিদের জ্বালায় দেহব্যবসায় নামতে বাধ্য হচ্ছেন৷
জিনিসপত্রের দাম এমন জায়গায় পৌঁছেছে যে, একটি বার্গারের দাম ভারতীয় মুদ্রায় ৫০ লক্ষ টাকা পর্যন্তও উঠছে৷ অর্থনীতি এতটাই ভেঙে পড়েছে যে, প্রতি দিন প্রায় ৫ হাজার করে মানুষ অন্য দেশে পালাচ্ছে৷ ডাক্তাররা সরকারি হাসপাতাল ছেড়ে পালাচ্ছে৷ দেশটির বেশির ভাগ মহিলাই খিদের জ্বালায় দেহব্যবসায় নামতে বাধ্য হচ্ছেন৷
advertisement
advertisement
advertisement