যে দেশে একটি ডিমের দাম প্রায় ₹১০০০, বার্গার ₹৫০ লক্ষ!
Last Updated:
দেশটির নাম ভেনেজুয়েলা৷ দক্ষিণ আমেরিকার দেশটি এই মুহূর্তে জিনিসপত্রের দামে জর্জরিত৷ সাধারণত, ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের উপর হলেই ত্রাহি রব ওঠে জনগণের৷ সেখানে ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতির হার ১০ লক্ষ শতাংশ৷
advertisement
advertisement
advertisement
জিনিসপত্রের দাম এমন জায়গায় পৌঁছেছে যে, একটি বার্গারের দাম ভারতীয় মুদ্রায় ৫০ লক্ষ টাকা পর্যন্তও উঠছে৷ অর্থনীতি এতটাই ভেঙে পড়েছে যে, প্রতি দিন প্রায় ৫ হাজার করে মানুষ অন্য দেশে পালাচ্ছে৷ ডাক্তাররা সরকারি হাসপাতাল ছেড়ে পালাচ্ছে৷ দেশটির বেশির ভাগ মহিলাই খিদের জ্বালায় দেহব্যবসায় নামতে বাধ্য হচ্ছেন৷