বৈঠকের পর শুধু বৈঠক! এখনও নিজের অবস্থানে বদল নেই চিনের, সীমান্তে অশান্তি জারি...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মস্কোয় ভারতের ও চিনের বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠকের পরও বদল এল না লাদাখে, এমনই সরকারি সূত্রের খবর৷ এস জয়শঙ্কর এবং ওয়াং ইয়ের মধ্যে আড়াই ঘন্টা বৈঠকের পরেও বেইজিংয়ের অবস্থান বদলায়নি, দাবি ভারতের৷
•বৃহস্পতিবার মস্কোয় ভারত ও চিনের বিদেশমন্ত্রীদের মধ্যে বৈঠক হয়। আশা করা হচ্ছিল যে এই বৈঠকের পর পূর্ব লাদাখের (India-China Border Tension) প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) দু'দেশের মধ্যে উত্তেজনা কমে যেতে পারে। তবে সূত্রের খবর, এখনও উত্তেজনা রয়েই গিয়েছে। বলা হচ্ছে যে, চিনের মনোভাবে কোনও পরিবর্তন হবে এমন কোনও আশ্বাস নেই। বর্তমান পরিস্থিতি কী, দু’দেশের মধ্যে কীভাবে সমঝোতা হয়, সে সব স্থির করতেই মস্কোয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jayshankar)এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে আড়াই ঘন্টা বৈঠকের পরেও বেইজিংয়ের অবস্থান সেভাবে স্পষ্ট হয়নি বলে খবর৷
advertisement
advertisement
•পূর্ব লাদাখ সীমান্তে অচলাবস্থা কাটাতে করার জন্য পাঁচ দফা পরিকল্পনায় একমত হয়েছে ভারত ও চিন। এর মধ্যে রয়েছে সীমান্ত চুক্তি ও নিয়ম অনুসরণ করা, শান্তি বজায় রাখা এবং অশান্তি হয় এমন পদক্ষেপ এড়ানো। বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোতে জাইশঙ্কর এবং চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে আলোচনায় এই বিষয়ে দুই দেশ একমত হয়। জয়শঙ্কর ও ওয়াং সাংহাই সহযোগিতা সংস্থার (Shanghai Cooperation Organization) বৈঠকে যোগ দিতে মস্কোয় রয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement