বৈঠকের পর শুধু বৈঠক! এখনও নিজের অবস্থানে বদল নেই চিনের, সীমান্তে অশান্তি জারি...

Last Updated:
মস্কোয় ভারতের ও চিনের বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠকের পরও বদল এল না লাদাখে, এমনই সরকারি সূত্রের খবর৷ এস জয়শঙ্কর এবং ওয়াং ইয়ের মধ্যে আড়াই ঘন্টা বৈঠকের পরেও বেইজিংয়ের অবস্থান বদলায়নি, দাবি ভারতের৷
1/7
•বৃহস্পতিবার মস্কোয় ভারত ও চিনের বিদেশমন্ত্রীদের মধ্যে বৈঠক হয়। আশা করা হচ্ছিল যে এই বৈঠকের পর পূর্ব লাদাখের (India-China Border Tension) প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) দু'দেশের মধ্যে উত্তেজনা কমে যেতে পারে। তবে সূত্রের খবর, এখনও উত্তেজনা রয়েই গিয়েছে। বলা হচ্ছে যে, চিনের মনোভাবে কোনও পরিবর্তন হবে এমন কোনও আশ্বাস নেই। বর্তমান পরিস্থিতি কী, দু’দেশের মধ্যে কীভাবে সমঝোতা হয়, সে সব স্থির করতেই মস্কোয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jayshankar)এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে আড়াই ঘন্টা বৈঠকের পরেও বেইজিংয়ের অবস্থান সেভাবে স্পষ্ট হয়নি বলে খবর৷
•বৃহস্পতিবার মস্কোয় ভারত ও চিনের বিদেশমন্ত্রীদের মধ্যে বৈঠক হয়। আশা করা হচ্ছিল যে এই বৈঠকের পর পূর্ব লাদাখের (India-China Border Tension) প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) দু'দেশের মধ্যে উত্তেজনা কমে যেতে পারে। তবে সূত্রের খবর, এখনও উত্তেজনা রয়েই গিয়েছে। বলা হচ্ছে যে, চিনের মনোভাবে কোনও পরিবর্তন হবে এমন কোনও আশ্বাস নেই। বর্তমান পরিস্থিতি কী, দু’দেশের মধ্যে কীভাবে সমঝোতা হয়, সে সব স্থির করতেই মস্কোয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jayshankar)এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে আড়াই ঘন্টা বৈঠকের পরেও বেইজিংয়ের অবস্থান সেভাবে স্পষ্ট হয়নি বলে খবর৷
advertisement
2/7
•সরকারি আধিকারিকরা বলেছেন যে, চিনের বর্তমান অবস্থান সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। তবে, উত্তেজনা হ্রাস করার জন্য ভারত এখনও কূটনৈতিক সমাধান খুঁজতে চায়। আরও জানানো হয়েছে ভারত এই অঞ্চলে শান্তি বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ তবে এর জন্য এক ইঞ্চি মাটিও ছাড়া হবে না।
•সরকারি আধিকারিকরা বলেছেন যে, চিনের বর্তমান অবস্থান সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। তবে, উত্তেজনা হ্রাস করার জন্য ভারত এখনও কূটনৈতিক সমাধান খুঁজতে চায়। আরও জানানো হয়েছে ভারত এই অঞ্চলে শান্তি বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ তবে এর জন্য এক ইঞ্চি মাটিও ছাড়া হবে না।
advertisement
3/7
•পূর্ব লাদাখ সীমান্তে অচলাবস্থা কাটাতে করার জন্য পাঁচ দফা পরিকল্পনায় একমত হয়েছে ভারত ও চিন। এর মধ্যে রয়েছে সীমান্ত চুক্তি ও নিয়ম অনুসরণ করা, শান্তি বজায় রাখা এবং অশান্তি হয় এমন পদক্ষেপ এড়ানো। বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোতে জাইশঙ্কর এবং চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে আলোচনায় এই বিষয়ে দুই দেশ একমত হয়। জয়শঙ্কর ও ওয়াং সাংহাই সহযোগিতা সংস্থার (Shanghai Cooperation Organization) বৈঠকে যোগ দিতে মস্কোয় রয়েছেন।
•পূর্ব লাদাখ সীমান্তে অচলাবস্থা কাটাতে করার জন্য পাঁচ দফা পরিকল্পনায় একমত হয়েছে ভারত ও চিন। এর মধ্যে রয়েছে সীমান্ত চুক্তি ও নিয়ম অনুসরণ করা, শান্তি বজায় রাখা এবং অশান্তি হয় এমন পদক্ষেপ এড়ানো। বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোতে জাইশঙ্কর এবং চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে আলোচনায় এই বিষয়ে দুই দেশ একমত হয়। জয়শঙ্কর ও ওয়াং সাংহাই সহযোগিতা সংস্থার (Shanghai Cooperation Organization) বৈঠকে যোগ দিতে মস্কোয় রয়েছেন।
advertisement
4/7
•জয়শঙ্কর ও ওয়াংয়ের মধ্যে আলোচনার পরে, বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, "দু'দেশের বিদেশমন্ত্রী একমত হয়েছেন যে বর্তমান পরিস্থিতি কোনও দেশের জন্যই কাম্য নয় এবং তা এড়িয়ে চলতে হবে। যথাযথ দূরত্ব বজায় রাখা এবং উত্তেজনা হ্রাস করতে ও সীমান্তে শান্তি আনতে সামরিকস্তরে কথাবার্তা চালিয়ে যেতে হবে।
•জয়শঙ্কর ও ওয়াংয়ের মধ্যে আলোচনার পরে, বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, "দু'দেশের বিদেশমন্ত্রী একমত হয়েছেন যে বর্তমান পরিস্থিতি কোনও দেশের জন্যই কাম্য নয় এবং তা এড়িয়ে চলতে হবে। যথাযথ দূরত্ব বজায় রাখা এবং উত্তেজনা হ্রাস করতে ও সীমান্তে শান্তি আনতে সামরিকস্তরে কথাবার্তা চালিয়ে যেতে হবে।
advertisement
5/7
•প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিনের মধ্যে ২০১৮ এবং ২০১৯ সালে মুখোমুখি হন৷ তাদের কথাবার্তার মধ্যেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে কোনও রকম মতানৈক্য এড়িয়ে যেতে হবে এবং সঠিকভাবে তার সামাধান করতে হবে। বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকেও তার ওপরই গুরুত্ব দেওয়া হয়েছে৷
•প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিনের মধ্যে ২০১৮ এবং ২০১৯ সালে মুখোমুখি হন৷ তাদের কথাবার্তার মধ্যেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে কোনও রকম মতানৈক্য এড়িয়ে যেতে হবে এবং সঠিকভাবে তার সামাধান করতে হবে। বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকেও তার ওপরই গুরুত্ব দেওয়া হয়েছে৷
advertisement
6/7
•এদিকে, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্যাংগং লেকের কাছে উত্তেজনা বাড়ছে। সূত্রের খবর, ফিঙ্গার ৩-এ ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করছে। গত ৪৮ ঘন্টায়, প্যাংগং লেকের উত্তরে সেনার আনাগোনা দেখা গিয়েছে। অন্যদিকে চিনাবাহিনী প্যাংগং লেকের পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
•এদিকে, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্যাংগং লেকের কাছে উত্তেজনা বাড়ছে। সূত্রের খবর, ফিঙ্গার ৩-এ ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করছে। গত ৪৮ ঘন্টায়, প্যাংগং লেকের উত্তরে সেনার আনাগোনা দেখা গিয়েছে। অন্যদিকে চিনাবাহিনী প্যাংগং লেকের পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
advertisement
7/7
•২৯-৩০ অগাস্ট সংঘর্ষের পর থেকে ভারতীয় সেনা এখন প্যাংগং লেকের দক্ষিণে অনেকটা উঁচু জায়গায় অবস্থান করছে। সেখান থেকে নজরদারি রাখা অনেকটাই সুবিধা৷ এমন পরিস্থিতিতে চিনের ক্রোধ বেড়েছে এবং তারাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
•২৯-৩০ অগাস্ট সংঘর্ষের পর থেকে ভারতীয় সেনা এখন প্যাংগং লেকের দক্ষিণে অনেকটা উঁচু জায়গায় অবস্থান করছে। সেখান থেকে নজরদারি রাখা অনেকটাই সুবিধা৷ এমন পরিস্থিতিতে চিনের ক্রোধ বেড়েছে এবং তারাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
advertisement
advertisement
advertisement