বায়ুসেনাকে সাহায্যে নৌবাহিনী, লাদাখে নজরদারি চালাবে MIG 29K ফাইটার জেট

Last Updated:
কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন বাহিনীর মধ্যে আরও সমন্বয় বৃদ্ধির উপরে জোর দিয়েছিলেন৷
1/7
চিনের সঙ্গে সীমান্ত বিবাদ এখনও পুরোপুরি মেটেনি৷ এই আবহের মধ্যেই নিজেদের হাতে থাকা মিগ ২৯কে ফাইটার জেট বিমানগুলিকে নর্দান সেক্টরে পাঠানোর সিদ্ধান্ত নিল ভারতীয় নৌবাহিনী৷
চিনের সঙ্গে সীমান্ত বিবাদ এখনও পুরোপুরি মেটেনি৷ এই আবহের মধ্যেই নিজেদের হাতে থাকা মিগ ২৯কে ফাইটার জেট বিমানগুলিকে নর্দান সেক্টরে পাঠানোর সিদ্ধান্ত নিল ভারতীয় নৌবাহিনী৷
advertisement
2/7
কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তিন বাহিনীর মধ্যে আরও সমন্বয় বৃদ্ধির উপরে জোর দিয়েছিলেন৷ চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও জানিয়েছিলেন, ভারতীয় নৌবাহিনীর হাতে থাকা যুদ্ধবিমানগুলিকে উত্তর এবং পশ্চিম প্রান্তে বায়ুসেনার সঙ্গেই সীমান্তে নজরদারিতে ব্যবহার করা হতে পারে৷
কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তিন বাহিনীর মধ্যে আরও সমন্বয় বৃদ্ধির উপরে জোর দিয়েছিলেন৷ চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও জানিয়েছিলেন, ভারতীয় নৌবাহিনীর হাতে থাকা যুদ্ধবিমানগুলিকে উত্তর এবং পশ্চিম প্রান্তে বায়ুসেনার সঙ্গেই সীমান্তে নজরদারিতে ব্যবহার করা হতে পারে৷
advertisement
3/7
সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, নর্দান সেক্টরে ভারতীয় বায়ুসেনার কোনও একটি বিমান ঘাঁটিতে মিগ ২৯কে ফাইটার জেট বিমানগুলিকে নিয়ে গিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নজরদারির কাজে সেগুলিকে ব্যবহার করা হতে পারে৷ প্রতীকী ছবি
সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, নর্দান সেক্টরে ভারতীয় বায়ুসেনার কোনও একটি বিমান ঘাঁটিতে মিগ ২৯কে ফাইটার জেট বিমানগুলিকে নিয়ে গিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নজরদারির কাজে সেগুলিকে ব্যবহার করা হতে পারে৷ প্রতীকী ছবি
advertisement
4/7
এক দশক আগে রাশিয়ার থেকে এই যুদ্ধবিমানগুলি কিনেছিল ভারত৷ ডোকলাম বিবাদের সময়ও এই বিমানগুলিকে নজরদারির কাজে ব্যবহার করা হয়েছিল৷
এক দশক আগে রাশিয়ার থেকে এই যুদ্ধবিমানগুলি কিনেছিল ভারত৷ ডোকলাম বিবাদের সময়ও এই বিমানগুলিকে নজরদারির কাজে ব্যবহার করা হয়েছিল৷
advertisement
5/7
এই মুহূর্তে ভারতীয় নৌবাহিনীর হাতে ৪০টি মিগ ২৯কে ফাইটার জেট রয়েছে৷ সেগুলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য-তে মোতায়েন করা রয়েছে৷ গোয়ায় নৌবাহিনীর ঘাঁটি আইএনএস হংস থেকে নিয়মিত সেগুলি নজরদারির কাজ চালায়৷
এই মুহূর্তে ভারতীয় নৌবাহিনীর হাতে ৪০টি মিগ ২৯কে ফাইটার জেট রয়েছে৷ সেগুলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য-তে মোতায়েন করা রয়েছে৷ গোয়ায় নৌবাহিনীর ঘাঁটি আইএনএস হংস থেকে নিয়মিত সেগুলি নজরদারির কাজ চালায়৷
advertisement
6/7
চিনের সঙ্গে সীমান্ত বিবাদ শুরু হওয়ার পর থেকেই পর থেকেই জলপথে চিনা আগ্রাসন ঠেকাতে আগাম সতর্ক হয়েছে নৌবাহিনী৷ নিজেদের একাধিক যুদ্ধজাহাজগুলিকে নজরদারির কাজে লাগানো হচ্ছে৷ মালাকা প্রণালী থেকে যে পথে চিনা যুদ্ধজাহাজগুলি ভারত মহাসাগরে প্রবেশ করে, সেই এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে৷ প্রতীকী ছবি৷
চিনের সঙ্গে সীমান্ত বিবাদ শুরু হওয়ার পর থেকেই পর থেকেই জলপথে চিনা আগ্রাসন ঠেকাতে আগাম সতর্ক হয়েছে নৌবাহিনী৷ নিজেদের একাধিক যুদ্ধজাহাজগুলিকে নজরদারির কাজে লাগানো হচ্ছে৷ মালাকা প্রণালী থেকে যে পথে চিনা যুদ্ধজাহাজগুলি ভারত মহাসাগরে প্রবেশ করে, সেই এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে৷ প্রতীকী ছবি৷
advertisement
7/7
শুধু যুদ্ধজাহাজই নয়, নিজেদের দু'টি নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস আরিহান্ত এবং আইএনএস চক্রকেও ব্যবহার করা হচ্ছে৷ PHOTO- Twitter/Indian Navy(প্রতীকী ছবি), PHOTO- Twitter/Indian Navy
শুধু যুদ্ধজাহাজই নয়, নিজেদের দু'টি নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস আরিহান্ত এবং আইএনএস চক্রকেও ব্যবহার করা হচ্ছে৷ PHOTO- Twitter/Indian Navy(প্রতীকী ছবি), PHOTO- Twitter/Indian Navy
advertisement
advertisement
advertisement