লাদাখে বন্দি চিনা সেনাকে এখনই মুক্তি নয়, চলছে জেরা

Last Updated:
কর্পোরাল ওয়াং ইয়া লং নামে ওই সেনা অফিসার আপাতত সুস্থই আছেন৷ তাঁতে প্রয়োজনীয় ওষুধ এবং খাবারও দেওয়া হয়েছে৷
1/5
লাদাখের ডেমচকে আটক চিনা সেনাকে এখনই ছাড়া হচ্ছে না৷ আপাতত কয়েকদিন তাঁকে নিজেদের হেফাজতেই রাখা হবে৷ টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এমনই দাবি করেছে ভারতীয় সেনা৷
লাদাখের ডেমচকে আটক চিনা সেনাকে এখনই ছাড়া হচ্ছে না৷ আপাতত কয়েকদিন তাঁকে নিজেদের হেফাজতেই রাখা হবে৷ টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এমনই দাবি করেছে ভারতীয় সেনা৷
advertisement
2/5
চিনা সেনাবাহিনীর ওই সদস্যের চরবৃত্তির উদ্দেশ্য ছিল না বলেই মনে করা হচ্ছে৷ তা সত্ত্বেও নির্দিষ্ট প্রোটোকল মানা এবং নিয়ম পালন করতেই কয়েকদিন লাগবে বলে জানিয়েছেন এক সেনা কর্তা৷ চিনা ভাষার বিশেষজ্ঞদের দিয়েও তাঁকে প্রশ্ন করা হচ্ছে৷
চিনা সেনাবাহিনীর ওই সদস্যের চরবৃত্তির উদ্দেশ্য ছিল না বলেই মনে করা হচ্ছে৷ তা সত্ত্বেও নির্দিষ্ট প্রোটোকল মানা এবং নিয়ম পালন করতেই কয়েকদিন লাগবে বলে জানিয়েছেন এক সেনা কর্তা৷ চিনা ভাষার বিশেষজ্ঞদের দিয়েও তাঁকে প্রশ্ন করা হচ্ছে৷
advertisement
3/5
কর্পোরাল ওয়াং ইয়া লং নামে ওই সেনা অফিসার আপাতত সুস্থই আছেন৷ তাঁতে প্রয়োজনীয় ওষুধ এবং খাবারও দেওয়া হয়েছে৷ রবিবার অনিচ্ছাকৃত ভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন তিনি৷
কর্পোরাল ওয়াং ইয়া লং নামে ওই সেনা অফিসার আপাতত সুস্থই আছেন৷ তাঁতে প্রয়োজনীয় ওষুধ এবং খাবারও দেওয়া হয়েছে৷ রবিবার অনিচ্ছাকৃত ভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন তিনি৷
advertisement
4/5
সেনার তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ হলেই চুশূল- মলডো পয়েন্টে তাঁকে চিনের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে৷ ওই চিনা সেনার কাছ থেকে তাঁর একটি পরিচয়পত্রও পাওয়া যায়৷ যা থেকে জানা গিয়েছে তিনি চিনের মধ্য ঝেজিয়াং প্রদেশের শাংজিঝেনের বাসিন্দা৷
সেনার তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ হলেই চুশূল- মলডো পয়েন্টে তাঁকে চিনের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে৷ ওই চিনা সেনার কাছ থেকে তাঁর একটি পরিচয়পত্রও পাওয়া যায়৷ যা থেকে জানা গিয়েছে তিনি চিনের মধ্য ঝেজিয়াং প্রদেশের শাংজিঝেনের বাসিন্দা৷
advertisement
5/5
চিনের বিদেশমন্ত্রকের তরফে এ দিন দাবি করা হয়েছে, স্থানীয় পশুপালকদের পথ খুঁজে দিতে সাহায্য করছিলেন ওয়াং৷ সেই সময়ই ভুল করে নিজেই পথ হারিয়ে ফেলেন তিনি৷ ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে ফিরিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা রক্ষা করা হবে বলেই আশা প্রকাশ করেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র৷
চিনের বিদেশমন্ত্রকের তরফে এ দিন দাবি করা হয়েছে, স্থানীয় পশুপালকদের পথ খুঁজে দিতে সাহায্য করছিলেন ওয়াং৷ সেই সময়ই ভুল করে নিজেই পথ হারিয়ে ফেলেন তিনি৷ ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে ফিরিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা রক্ষা করা হবে বলেই আশা প্রকাশ করেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র৷
advertisement
advertisement
advertisement