অরুণাচলের পাঁচ যুবককে অপহরণ চিনের! হটলাইনে PLA-কে জানাল সেনা, মিলল না জবাব

Last Updated:
তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, শুক্রবার অরুণাচলের আপার সুবানসিরি জেলার নাচোয় ভারত-চিন সীমান্ত থেকে পাঁচ জন স্থানীয় যুবককে অপহরণ করেছে চিনা সেনা৷
1/5
অরুণাচলের বাসিন্দা পাঁচ যুবককে অপহরণের অভিযোগ উঠেছে চিনা সেনা বাহিনীর বিরুদ্ধে৷ এই ঘটনা সম্পর্কে হটলাইনে চিনের সেনাবাহিনীকে ভারতীয় সেনার তরফে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু৷ যদিও এখনও চিনের সেনাবাহিনীর তরফে কোনও জবাব দেওয়া হয়নি বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷
অরুণাচলের বাসিন্দা পাঁচ যুবককে অপহরণের অভিযোগ উঠেছে চিনা সেনা বাহিনীর বিরুদ্ধে৷ এই ঘটনা সম্পর্কে হটলাইনে চিনের সেনাবাহিনীকে ভারতীয় সেনার তরফে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু৷ যদিও এখনও চিনের সেনাবাহিনীর তরফে কোনও জবাব দেওয়া হয়নি বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷
advertisement
2/5
ট্যুইটারে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, 'ভারতীয় সেনা ইতিমধ্যেই অরুণাচল প্রদেশের সীমান্তে চিনা আউটপোস্টে হটলাইনে ঘটনা সম্পর্কে খবর পাঠিয়েছে৷ যদিও এখনও কোনও জবাব পাওয়া যায়নি৷' প্রতীকী ছবি
ট্যুইটারে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, 'ভারতীয় সেনা ইতিমধ্যেই অরুণাচল প্রদেশের সীমান্তে চিনা আউটপোস্টে হটলাইনে ঘটনা সম্পর্কে খবর পাঠিয়েছে৷ যদিও এখনও কোনও জবাব পাওয়া যায়নি৷' প্রতীকী ছবি
advertisement
3/5
তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, শুক্রবার অরুণাচলের আপার সুবানসিরি জেলার নাচোয় ভারত-চিন সীমান্ত থেকে পাঁচ জন স্থানীয় যুবককে অপহরণ করেছে চিনা সেনা৷ এই পাঁচ যুবকই জঙ্গলে শিকারে গিয়েছিলেন বলে তাঁদের পরিবারের লোকজন দাবি করেছেন৷ ওই দলে থাকা বাকি দু' জন কোনওক্রমে পালিয়ে এসে পুলিশকে ঘটনার কথা জানান৷
তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, শুক্রবার অরুণাচলের আপার সুবানসিরি জেলার নাচোয় ভারত-চিন সীমান্ত থেকে পাঁচ জন স্থানীয় যুবককে অপহরণ করেছে চিনা সেনা৷ এই পাঁচ যুবকই জঙ্গলে শিকারে গিয়েছিলেন বলে তাঁদের পরিবারের লোকজন দাবি করেছেন৷ ওই দলে থাকা বাকি দু' জন কোনওক্রমে পালিয়ে এসে পুলিশকে ঘটনার কথা জানান৷
advertisement
4/5
যে পাঁচজন অপহৃত হয়েছেন বলে অভিযোগ, তাঁদের নাম তোচ সিংকাম, প্রসাত রিংলিং, ডংটু এবিয়া, তানু বেকার এবং এনগুরু দিরি৷ অপহৃতদের পরিবারের সদস্যরা শনিবার সকালে জেলা সদর দাপোরিজো থেকে ১২০ কিলোমিটার দূরে নাচোর উদ্দেশ্যে রওনা দেন৷
যে পাঁচজন অপহৃত হয়েছেন বলে অভিযোগ, তাঁদের নাম তোচ সিংকাম, প্রসাত রিংলিং, ডংটু এবিয়া, তানু বেকার এবং এনগুরু দিরি৷ অপহৃতদের পরিবারের সদস্যরা শনিবার সকালে জেলা সদর দাপোরিজো থেকে ১২০ কিলোমিটার দূরে নাচোর উদ্দেশ্যে রওনা দেন৷
advertisement
5/5
পাসিঘাট পশ্চিমের বিধায়ক নিনং এরিংয়ের অভিযোগ, কয়েকমাস আগেও ওই এলাকার এক বাসিন্দাকে অপহরণ করেছিল চিনা সেনা৷ এবার তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত৷ প্রসঙ্গত গত মার্চ মাসে ম্যাকমোহন লাইনের কাছ থেকেই ২১ বছর বয়সি তোলে সিংকাম নামে এক যুবককে অপহরণ করেছিল চিনা সেনা৷ তাঁক দুই বন্ধু পালাতে সক্ষম হলেও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই যুবককে তুলে নিয়ে যায় চিনা বাহিনী৷ ১৯ দিন বন্দি থাকার পর মুক্তি পান তিনি৷
পাসিঘাট পশ্চিমের বিধায়ক নিনং এরিংয়ের অভিযোগ, কয়েকমাস আগেও ওই এলাকার এক বাসিন্দাকে অপহরণ করেছিল চিনা সেনা৷ এবার তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত৷ প্রসঙ্গত গত মার্চ মাসে ম্যাকমোহন লাইনের কাছ থেকেই ২১ বছর বয়সি তোলে সিংকাম নামে এক যুবককে অপহরণ করেছিল চিনা সেনা৷ তাঁক দুই বন্ধু পালাতে সক্ষম হলেও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই যুবককে তুলে নিয়ে যায় চিনা বাহিনী৷ ১৯ দিন বন্দি থাকার পর মুক্তি পান তিনি৷
advertisement
advertisement
advertisement