PUBG Banned: 'ভারতের উচিত ভুল শুধরে নেওয়া!' অ্যাপ ব্যান নিয়ে প্রথম মন্তব্য চিনের
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
বুধবার বিকেলেই PUBG সহ ১১৮টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার৷ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হওয়ায় এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়৷
advertisement
advertisement
advertisement
advertisement
বিবৃতিতে বলা হয়েছে, এই অ্যাপগুলি এমন কার্যকলাপের সঙ্গে যুক্ত যা ভারতের নিরাপত্তা, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের পরিপন্থী৷' ভারতীয় 'সাইবার স্পেস'-কে আরও সুরক্ষিত করতেই এই পদক্ষেপ বলেও দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে৷ একই অভিযোগে এর আগে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত৷ তার মধ্যে টিকটকের মতো জনপ্রিয় অ্যাপ ছিল৷