

চিনের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, এই আশঙ্কাতেই এতদিন তাইওয়ানের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তির পথে হাঁটেনি ভারত৷ কিন্তু গত কয়েকমাসে চিনের সঙ্গে সীমান্ত বিবাদ চলার পর এবার সম্ভবত তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক লেদনদেন শুরু করার পথেই হাঁটছে নরেন্দ্র মোদি সরকার৷ Photo-File


ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করতে যথেষ্ট আগ্রহী তাইওয়ান৷ গত ৪-৫ বছর ধরে চুক্তির জন্য ভারতকে প্রস্তাব দিয়ে আসছিল তারা৷ কিন্তু যেহেতু তাইওয়ানের সঙ্গে চিনের সম্পর্ক ভাল নয়, তাই বেজিং-এর সঙ্গে সম্পর্কে তিক্ততা না বাড়ানোর জন্য এতদিন তাইওয়ানের প্রস্তাবে সাড়া দেওয়া হয়নি৷ Photo-File


কিন্তু বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কে অবনতির পাশাপাশি তাইওয়ানের সঙ্গেও তীব্র সংঘাতের জায়গায় পৌঁছেছে চিন৷ তাইওয়ানে চিনা সেনা হামলা চালাতে পারে বলেও খবর৷ এই অবস্থায় চিনকে চাপে ফেলতেই ভারত তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে আগ্রহী৷প্রতীকী ছবি


এই মুহূর্তে তথ্যপ্রযুক্তি এবং বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদনে বিপুল বিনিয়োগ টানতে চাইছে ভারত৷ তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হলে সেই লক্ষ্যও পূরণ হতে পারে৷ তবে কবে এই চুক্তি হতে পারে বা আলোচনা শুরু হতে পারে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ Photo-Reuters


এ মাসের শুরুতেই মোদি সরকার তাইওয়ানের সংস্থা ফক্সকন টেকনোলজি গ্রুপ, উইস্ট্রন কর্প এবং পেগাট্রন কর্প ভারতে আগামী পাঁচ বছর স্মার্টফোন উৎপাদনের জন্য ১০.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগে অনুমোদন দিয়েছে৷ প্রতীকী ছবি


এতদিন চিনের চাপেই বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলির সঙ্গে কোনও বাণিজ্যিক লেনদেনে অংশ নিতে পারেনি তাইওয়ান৷ দেশ হিসেবে তাইওয়ানকেও ভারতেও স্বীকৃতি দেয় না৷ ভারত এবং তাইওয়ান সরকারের মধ্যে কূটনৈতিক সম্পর্কও প্রতিনিধত্বমূলক অফিসের মাধ্যমেই রক্ষা করা হয়৷ ফলে ভারতের সঙ্গে কোনও আলোচনা শুরু করতে পারলে তা তাইওয়ানের কাছে বড় জয় হবে৷ Photo-File