গত তিন বছর ধরেই এই রাস্তা তৈরির পরিকল্পনা করছে ভারত৷ মূলত কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ দৌলত বেগ ওল্ডি সহ লাদাখের উত্তর অংশের সঙ্গে যোগাযোগের বিকল্প পথ তৈরি করাই ভারতের উদ্দেশ্য৷ ইতিমধ্যেই বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় থাকা গাড়ি চলাচলের রাস্তা খার্দুং লা পাস থেকে এই রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে৷ PHOTO- Planet Labs/ AP
পণ্য এবং বাহিনীর যাতায়াতের জন্য শ্রীনগর থেকে জোজিলা পাস, দ্রাস, কার্গিল হয়ে লেহতে যাওয়ার রাস্তাটি ব্যবহার করা হয়৷ ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় এই রাস্তাটিই টার্গেট করেছিল পাক সেনা৷ এই রাস্তা বরাবর থাকা পাহাড় চূড়ো থেকে নিয়মিত এই রাস্তাকে লক্ষ্য করে বোমা এবং গোলাগুলি বর্ষণ করত পাক সেনা৷ যাতে ভারতীয় সেনার রসদের জোগান এবং বাহিনীর যাতায়াত বন্ধ করে দেওয়া যায়৷