রড-ধারাল অস্ত্র-বর্শা নিয়ে ভারতীয় সেনা ছাউনির কাছে মারমুখি ছিল চিন সেনা: সরকারি সূত্র

Last Updated:
হাতে লোহার রড, বর্শা, ধারাল অস্ত্র, লাঠি নিয়ে ভারতীয় সেনার ছাউনি মুখপারিরের কাছাকাছি মারমুখি ভাবে এগিয়ে আসে চিন সেনা৷
1/6
হাতে লোহার রড, বর্শা, ধারাল অস্ত্র, লাঠি নিয়ে ভারতীয় সেনার ছাউনি মুখপারিরের কাছাকাছি মারমুখী ভাবে এগিয়ে আসে চিন সেনা৷ পূর্ব লাদাখের রেজাংলায় ভারতীয় সেনার ছাউনির কাছাকাছি সোমবার সন্ধেয় চিন সেনা এই রকম আগ্রাসী ভাবে এগিয়ে আসে৷ আজ অর্থাত্‍ মঙ্গলবার জানাল কেন্দ্রীয় সরকারের একটি সূত্র৷
হাতে লোহার রড, বর্শা, ধারাল অস্ত্র, লাঠি নিয়ে ভারতীয় সেনার ছাউনি মুখপারিরের কাছাকাছি মারমুখী ভাবে এগিয়ে আসে চিন সেনা৷ পূর্ব লাদাখের রেজাংলায় ভারতীয় সেনার ছাউনির কাছাকাছি সোমবার সন্ধেয় চিন সেনা এই রকম আগ্রাসী ভাবে এগিয়ে আসে৷ আজ অর্থাত্‍ মঙ্গলবার জানাল কেন্দ্রীয় সরকারের একটি সূত্র৷
advertisement
2/6
সূত্রের খবর, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি বেশ উত্তপ্ত৷ প্রায় ৫০ থেকে ৬০ জনের চাইনিজ পিপলস লিবারেশন আর্মি-র সদস্য প্যাংগং লেকের দক্ষিণ সন্ধে ৬টা নাগাদ ভারতীয় সেনার পোস্টের কাছাকাছি আসে৷ ভারতীয় সেনা ওই এলাকায় আরও সদস্য বাড়িয়েছে৷ আক্রমণ করলে যোগ্য জবাব পাবে৷
সূত্রের খবর, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি বেশ উত্তপ্ত৷ প্রায় ৫০ থেকে ৬০ জনের চাইনিজ পিপলস লিবারেশন আর্মি-র সদস্য প্যাংগং লেকের দক্ষিণ সন্ধে ৬টা নাগাদ ভারতীয় সেনার পোস্টের কাছাকাছি আসে৷ ভারতীয় সেনা ওই এলাকায় আরও সদস্য বাড়িয়েছে৷ আক্রমণ করলে যোগ্য জবাব পাবে৷
advertisement
3/6
গত ১৫ জুন গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনার উপরে পাথর, কাঁটা লাগানো লাঠি, লোহার রড দিয়ে আক্রমণ করেছিল৷ সেই সংঘর্ষে ভারতের ২০ জন সেনা শহিদ হন৷ সোমবার রাতেও একই রকম ভাবে আক্রমণের ছক কষছিল চিন সেনা৷ ভআরতীয় সেনার পাল্টা হুঁশিয়ারিতে ওরা পিছু হঠে৷
গত ১৫ জুন গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনার উপরে পাথর, কাঁটা লাগানো লাঠি, লোহার রড দিয়ে আক্রমণ করেছিল৷ সেই সংঘর্ষে ভারতের ২০ জন সেনা শহিদ হন৷ সোমবার রাতেও একই রকম ভাবে আক্রমণের ছক কষছিল চিন সেনা৷ ভআরতীয় সেনার পাল্টা হুঁশিয়ারিতে ওরা পিছু হঠে৷
advertisement
4/6
এরপরেই চিন সেনা ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে শূন্যে৷ গত ৪৫ বছরে এই প্রথম ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গুলি চলল৷ ভারতীয় সেনা একবারও গুলি চালায়নি৷
এরপরেই চিন সেনা ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে শূন্যে৷ গত ৪৫ বছরে এই প্রথম ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গুলি চলল৷ ভারতীয় সেনা একবারও গুলি চালায়নি৷
advertisement
5/6
চিন সেনা মুখপরি চূড়া দখলের চেষ্টা করছে গত তিন চার দিন ধরেই৷ ওই এলাকায় ভারতীয় সেনা লোহার কাঁটাতার বসিয়েছিল৷ সেটিও নষ্ট করার চেষ্টা করেছে চিন সেনা৷
চিন সেনা মুখপরি চূড়া দখলের চেষ্টা করছে গত তিন চার দিন ধরেই৷ ওই এলাকায় ভারতীয় সেনা লোহার কাঁটাতার বসিয়েছিল৷ সেটিও নষ্ট করার চেষ্টা করেছে চিন সেনা৷
advertisement
6/6
সোমবার রাতে চিন সেনা অভিযোগ করে, ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিনের ভূখণ্ডে ঢুকে প্যাংগং লেকে গুলি চালিয়ে হুমকি দিয়ে গিয়েছে৷ মঙ্গলবার চিনের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যে বলে জানায় ভারতীয় সেনা৷
সোমবার রাতে চিন সেনা অভিযোগ করে, ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিনের ভূখণ্ডে ঢুকে প্যাংগং লেকে গুলি চালিয়ে হুমকি দিয়ে গিয়েছে৷ মঙ্গলবার চিনের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যে বলে জানায় ভারতীয় সেনা৷
advertisement
advertisement
advertisement