যু্দ্ধের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন চিনা প্রেসিডেন্ট জিনপিং! দাবি রিপোর্টে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সিএনএন-এ প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, মঙ্গলবার চিনের গুয়াংডং-এ একটি সেনা ঘাঁটিতে যান প্রেসিডেন্ট জিনপিং৷
advertisement
সিএনএন-এ প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, মঙ্গলবার চিনের গুয়াংডং-এ একটি সেনা ঘাঁটিতে যান প্রেসিডেন্ট জিনপিং৷ রিপোর্ট অনুযায়ী, সেখানেই প্রেসিডেন্ট জিনপিং বাহিনীর সদস্যদের নিজেদের যাবতীয় শক্তি যুদ্ধের জন্য সঞ্চয় করে রাখার পরামর্শ দেন এবং মানসিক ভাবে প্রস্তুত থাকতেও বলেন৷ পাশাপাশি বাহিনীকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন চিনা প্রেসিডেন্ট৷
advertisement
তবে ভারতের সঙ্গে যুদ্ধে যাওয়ার ইঙ্গিত দিয়েই চিনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন, নাকি আমেরিকা সহ দক্ষিণ চিন সাগর নিয়ে যে দেশগুলির সঙ্গে চিনের বিবাদ, তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে চাইছেন চিনা প্রেসিডেন্ট, তা এখনও স্পষ্ট নয়৷ দু' তরফেই একযোগে যুদ্ধের প্রস্তুতি চিন নিতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
advertisement
পিপলস লিবারেশন আর্মি-র মেরিন কর্পসদের উদ্দেশ করে নিজের বক্তব্যে চিনা প্রেসিডেন্ট বাহিনীকে নির্ভরযোগ্য, বিশ্বস্ত থাকার পরামর্শ দেন৷ সংবাদসংস্থা জিনহুয়া-র রিপোর্ট অনুযায়ী, বাহিনীর সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, সামরিক পরিকাঠামো বৃদ্ধি করার পাশাপাশি একযোগে একাধিক ভূমিকায় অবতীর্ণ হওয়ার মতো দক্ষতা যাতে বাহিনীর থাকে, সেই পরামর্শও দিয়েছেন জিনপিং৷
advertisement
advertisement