'নজর ঘোরাতেই ভারতের সঙ্গে সংঘাত', শি জিনপিংয়ের সমালোচককে বহিষ্কার চিনা কমিউনিস্ট পার্টির
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কাই জিয়া নামে ওই প্রাক্তন অধ্যারক চিনের সেন্ট্রাল পার্টি স্কুলের প্রাক্তন অধ্যাপক ছিলেন৷ দেশের বদনাম করার অভিযোগে সরকারি ভাবে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে৷
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কড়া সমালোচনা করায় চিনা কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হল এক মহিলা সদস্যকে৷ ৬৮ বছর বয়সি ওই প্রাক্তন অধ্যাপক অভিযোগ করেছিলেন, দেশের অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতির থেকে নজর ঘোরাতেই ইচ্ছাকৃত ভাবে ভারত সহ অন্যান্য দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ করছেন প্রেসিডেন্ট শি জিনপিং৷ প্রতীকী ছবি/Photo- Reuters
advertisement
কাই জিয়া নামে ওই প্রাক্তন অধ্যারক চিনের সেন্ট্রাল পার্টি স্কুলের প্রাক্তন অধ্যাপক ছিলেন৷ দেশের বদনাম করার অভিযোগে সরকারি ভাবে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে৷ যদিও শাস্তির আসল কারণ প্রেসিডেন্টের সমালোচনা বলেই মনে করা হচ্ছে৷ হংকংয়ের সংবাদপত্র 'সাউথ চায়না মর্নিং পোস্ট'-এর প্রতিবেদনে সোমবার এমনই দাবি করা হয়েছে৷PHOTO- Reuters
advertisement
সেন্ট্রাল পার্টি স্কুলের ওয়েবসাইটেই তাঁকে বহিষ্কারের নোটিস দেওয়া হয়েছে৷ সেখানে লেখা হয়েছে, কাই জিয়া নামে ওই অধ্যাপকের বিরুদ্ধের দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে৷ তাঁর করা মন্তব্য গুলি চরম অবমাননাকর বলেও অভিযোগ করা হয়েছে৷ এই মুহূর্তে বহিষ্কৃত পার্টি সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপদেই রয়েছেন বলে নিজেই হংকংয়ের সংবাদপত্রকে জানিয়েছেন৷
advertisement
গত জুন মাসে 'দ্য গার্ডিয়ান'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, দেশে নিজে পায়ের তলার মাটি আরও শক্ত করতেই ইচ্ছেকৃত ভাবে ভারতের সঙ্গে সংঘাতে উস্কানি দিচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং৷ শুধু তাই নয়, মানুষের আবেগ উস্কে দিতে একই কারণে চিনা প্রেসিডেন্ট লাগাতার আমেরিকা বিরোধী বিবৃতি দিয়ে চলেছেন বলেও অভিযোগ করেন কাই জিয়া৷
advertisement
শুধু তাই নয়, সংবিধান সংশোধন করে যেভাবে সর্বোচ্চ দু' বার প্রেসিডেন্ট পদে থাকার বদলে আজীবন ক্ষমতায় থাকার পথ পরিষ্কার করেছেন জিনপিং, তারও সমালোচনা করেন ওই প্রাক্তন অধ্যাপক৷ এর পাশাপাশি চিনে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা নিয়ে প্রকৃত তথ্য চেপে রাখা, গত ৭ জানুয়ারি প্রথমবার মারণ ভাইরাসের কথা জেনেও তা নিয়ন্ত্রণে উদ্যোগী না হওয়ার জন্যও জিনপিংয়ের কঠোর সমালোচনা করেন তিনি৷
advertisement
সতর্ক করে কাই জিয়া বলেন, চিনের মানুষ যেহেতু সত্যিটা বলতে পারেন না তাই দেশ বিপর্যয়ের দিকে এগোচ্ছে৷ কাই জিয়া যে সেন্ট্রাল পার্টি স্কুলে কর্মরত ছিলেন, চিনের কমিউনিস্ট পার্টির আদর্শগত শিক্ষার জন্য তার বিশেষ গুরুত্ব রয়েছে৷ ২০১২ সালে ক্ষমতায় আসার আগে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং এই স্কুলেরই প্রধান দায়িত্বে ছিলেন৷ PHOTO- FILE