

শুধু অস্ত্রশস্ত্র আর রণকৌশল নয়, এবার লাদাখ সীমান্তে মোতায়েন ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইও শুরু করে দিল চিনা সেনা৷ হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, পূর্ব লাদাখের যে অংশে এখন মুখোমুখি অবস্থান করছে দু দেশের সেনা, সেখানে লাউডস্পিকারে জনপ্রিয় পাঞ্জাবি গান বাজাতে শুরু করেছে চিনা সেনা৷ শুধুই তাই নয়, ভারত সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর মনে ক্ষোভ তৈরি করতেও হিন্দিতে মোদি সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রচার চালানো হচ্ছে লাউডস্পিকার বাজিয়ে৷প্রতীকী ছবি


গত ২৯ এবং ৩০ অগাস্ট প্যাংগং লেকের দক্ষিণে রেজিং লা-রেচিং লা পাহাড়চূড়ো দখল করার চেষ্টা করেছিল চিনা বাহিনী৷ কিন্তু ভারতীয় সেনার দৃঢ় অবস্থান দেখে ফিরে যেতে বাধ্য হয় তারা৷ প্যাংগং লেকের উত্তর দিকে ফিঙ্গার ফোরের উপরেও নিজেদের অবস্থান যথেষ্ট মজবুত করে ফেলেছে ভারতীয় সেনা৷প্রতীকী ছবি


চিনের এই পদক্ষেপ দেখে বিশেষজ্ঞদের ধারণা, কূটনৈতিক স্তরে যতই উচ্চপর্যায়ের আলোচনা চলুক না কেন, লাদাখে দীর্ঘদিন ধরেই সংঘাতের পরিস্থিতি বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে চিন৷প্রতীকী ছবি


ভারতীয় সেনার কড়া মনোভাব বুঝতে পেরেই এর পর রণে ভঙ্গ দেয় চিনা সেনা৷ উল্টে নতুন কৌশল নেয় তারা৷ ভারতীয় জওয়ানদের মনসংযোগে ব্যাঘাত ঘটাতে এবং পরিস্থিতি একটু হাল্কা করতেই লাউডস্পিকারে জনপ্রিয় পাঞ্জাবি গান বাজাতে শুরু করে চিনের সেনাবাহিনী৷ ফিঙ্গার ফোর এলাকায় এই কৌশল নেয় চিন৷ সম্ভবত চিনা বাহিনীর ধারণা ছিল, ফিঙ্গার ফোরের পাহাড়চূড়োয় শিখ জওয়ানদের মোতায়েন করেছে ভারত৷ তা ভেবেই এই কৌশল নেয় তারা৷প্রতীকী ছবি


অন্যদিকে আবার চিনের দিকের চূশূলের মল্ডোর সেনা ঘাঁটি থেকে লাউডস্পিকারে ভারত সরকার বিরোধী প্রচার চালানো হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে৷ হিন্দিতে ওই সমস্ত লাউডস্পিকারে প্রচার চালানো হচ্ছে, ভারতের রাজনৈতিক নেতৃত্ব লাদাখ সীমান্ত নিয়ে যে দাবি করছে, সেই বোকামোর ফল ভুগতে হবে সেনাবাহিনীকে৷ ভারত সরকার বিরোধী এই প্রচার ভারতীয় জওয়ানদের কানে পৌঁছে দিয়ে তাঁদের মন বিষিয়ে দিতেই এমন কৌশল নিয়েছে চিনা সেনা৷প্রতীকী ছবি


দিল্লির রাজনীতিবিদদের ইচ্ছে এবং জেদের কারণে আগামী শীতে প্রবল ঠান্ডার মধ্যে লাদাখের ওই পাহাড়চূড়োয় ভারতীয় সেনাদের মোতায়েন করে রাখার ফল কতটা কষ্টসাধ্য এবং মারাত্মক হতে চলেছে, হিন্দিতে সেই সমস্ত প্রচারও চালাচ্ছে চিনা সেনা৷ ভারতীয় বাহিনীর মনোবল ভেঙে দিতেই এমন পথ অবলম্বন করেছে তারা৷প্রতীকী ছবি