ভারতের কঠোর পদক্ষেপে ভয় পেয়েছে চিন! রাজনাথ সিং-এর সঙ্গে সাক্ষাৎ করতে তৎপর চিনা প্রতিরক্ষা মন্ত্রী
রাজনাথ সিং (রাজনাথ সিং) ইতমধ্যে মস্কোতে পৌঁছেছেন, সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে যোগ দিতে৷ ১০ সেপ্টেম্বর বিদেশ মন্ত্রী এস জাইশঙ্কর (S. Jaishankar)ও মস্কো পৌঁছবেন।


▪️লাদাখের প্যাংগং লেকের (Pangong Lake)কাছে ভারত ও চিনা (India-China Rift) বাহিনীর মধ্যে সংঘর্ষের ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা বাহিনীর আগ্রাসন দুদেশের সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলেছে৷ দ্বিপাক্ষিক সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে৷ সূত্রের খবর এরই মাঝে এবার চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফ্যাং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন।


▪️প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বর্তমানে মস্কোয় চলা সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে অংশ নিচ্ছেন এবং ফ্যাংও সেখানে রয়েছেন। যদিও সরকারি ভাবে তা এখনও জানানো হয়নি৷ এর আগে বৃহস্পতিবার রাজনাথ সিং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন।


▪️প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বর্তমানে মস্কোয় চলা সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে অংশ নিচ্ছেন এবং ফ্যাংও সেখানে রয়েছেন। যদিও সরকারি ভাবে তা এখনও জানানো হয়নি৷ এর আগে বৃহস্পতিবার রাজনাথ সিং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন।


▪️পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC)গত বেশ কয়েকমাস পরপর দু’দেশের সেনা মুখোমুখি হয়। উভয় দেশই সীমান্ত বিরোধের বিষয়ে পিছু হটতে প্রস্তুত নয়। এখন দুই দেশই চাইছে আলোচনার মাধ্যমে এই বিরোধ মেটাতে৷ কূটনৈতিক এবং সামরিক স্তরে কয়েক দফা বৈঠকও হয়েছে।


▪️রাজনাথ সিং (রাজনাথ সিং) ইতমধ্যে মস্কোতে পৌঁছেছেন, সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে যোগ দিতে৷ ১০ সেপ্টেম্বর বিদেশ মন্ত্রী এস জাইশঙ্কর (S. Jaishankar)ও মস্কো পৌঁছবেন।


▪️চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফ্যাং, চিনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চার সদস্যের একজন যাদের ভূমিকা চিনা সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। চিনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সভাপতি রাষ্ট্রপতি শি জিনপিং।


▪️উল্লেখ্য, ২৯-৩০ অগাস্ট রাতে চিনা সেনারা প্যাংগং লেকে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারত ও চিনের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়৷ তবে কড়া হাতে তা মোকাবিলা করে ভারতীয় সেনারা৷ সেনা সূত্রে খবর, ভারতীয় সেনাবাহিনী দক্ষিণ প্যাংগং লেকের কাছে যে পাহাড় রয়েছে তাতে কড়া নজর রেখেছে৷