লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা বেআইনি, সীমান্ত বিবাদের মধ্যেই দাবি চিনের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান আরও জানিয়েছেন, দু' দেশের মধ্য যাবতীয় সমস্যার মূলে সীমান্ত সংলগ্ন অঞ্চলে পরিকাঠামোগত নির্মাণ৷
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাদাখ, অরুণাচল একাধিক সেতুর উদ্বোধনের পরই কড়া প্রতিক্রিয়া দিল চিন৷ চিনের বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের ঘোষণাকে বেআইনি বলে মনে করে তারা৷ পাশাপাশি, লাদাখে কোনও ধরনের পরিকাঠামো তৈরি করাকেই যে তারা সমর্থন করে না, তাও জানিয়ে দিয়েছে চিন৷ প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement
চিনের ওই সরকারি মুখপাত্র বলেন, 'আমি স্পষ্ট করে দিতে চাই যে ভারত সম্পূর্ণ বেআইনি ভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে এবং চিন এই সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না৷ অরুণাচল প্রদেশ নিয়েও আমাদের অবস্থান একই৷ সামরিক শক্তিবৃদ্ধির উদ্দেশ্যে সীমান্ত বরাবর পরিকাঠামোগত নির্মাণে আমাদের আপত্তি রয়েছে৷
advertisement
advertisement
ভারত সরকারের শীর্ষস্তরের আধিকারিকদের দাবি, নতুন এই সেতুগুলি ব্যবহার করে অনেক দ্রুত সীমান্তে বাহিনী এবং অস্ত্র ও সামরিক সাজসরঞ্জাম পাঠানো সম্ভব হবে৷ সোমবারই লাদাখের চূশূলে ভারত এবং চিনের শীর্ষ স্তরের সামরিক কর্তাদের মধ্যে সপ্তম দফার আলোচনা শেষ হয়েছে৷ প্রায় ১১ ঘণ্টা ধরে দু' পক্ষের মধ্যে বৈঠকের পরে যে যৌথ বিবৃতি জারি করা হয়, সেখানে অবশ্য লাদাখ নিয়ে চিনের তরফে এই ধরনের কোনও মন্তব্য করা হয়নি৷