লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা বেআইনি, সীমান্ত বিবাদের মধ্যেই দাবি চিনের

Last Updated:
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান আরও জানিয়েছেন, দু' দেশের মধ্য যাবতীয় সমস্যার মূলে সীমান্ত সংলগ্ন অঞ্চলে পরিকাঠামোগত নির্মাণ৷
1/6
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাদাখ, অরুণাচল একাধিক সেতুর উদ্বোধনের পরই কড়া প্রতিক্রিয়া দিল চিন৷ চিনের বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের ঘোষণাকে বেআইনি বলে মনে করে তারা৷ পাশাপাশি, লাদাখে কোনও ধরনের পরিকাঠামো তৈরি করাকেই যে তারা সমর্থন করে না, তাও জানিয়ে দিয়েছে চিন৷ প্রতীকী ছবি
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাদাখ, অরুণাচল একাধিক সেতুর উদ্বোধনের পরই কড়া প্রতিক্রিয়া দিল চিন৷ চিনের বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের ঘোষণাকে বেআইনি বলে মনে করে তারা৷ পাশাপাশি, লাদাখে কোনও ধরনের পরিকাঠামো তৈরি করাকেই যে তারা সমর্থন করে না, তাও জানিয়ে দিয়েছে চিন৷ প্রতীকী ছবি
advertisement
2/6
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান আরও জানিয়েছেন, দু' দেশের মধ্য যাবতীয় সমস্যার মূলে সীমান্ত সংলগ্ন অঞ্চলে ভারত পরিকাঠামোগত নির্মাণ৷ তিনি আরও জানিয়েছেন, দু' দেশেরই এমন কোনও পদক্ষেপ করা উচিত নয় যাতে উত্তেজনা বাড়ে৷
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান আরও জানিয়েছেন, দু' দেশের মধ্য যাবতীয় সমস্যার মূলে সীমান্ত সংলগ্ন অঞ্চলে ভারত পরিকাঠামোগত নির্মাণ৷ তিনি আরও জানিয়েছেন, দু' দেশেরই এমন কোনও পদক্ষেপ করা উচিত নয় যাতে উত্তেজনা বাড়ে৷
advertisement
3/6
 গোটা দেশে ৪৪টি সেতুর উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ তার মধ্যে লাদাখ এবং অরুণাচল প্রদেশে ৮টি করে সেতু রয়েছে৷ এই বিষয়টি নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়েই এমন কড়া প্রতিক্রিয়া দেন চিনের বিদেশমন্ত্রী৷
গোটা দেশে ৪৪টি সেতুর উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ তার মধ্যে লাদাখ এবং অরুণাচল প্রদেশে ৮টি করে সেতু রয়েছে৷ এই বিষয়টি নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়েই এমন কড়া প্রতিক্রিয়া দেন চিনের বিদেশমন্ত্রী৷
advertisement
4/6
চিনের ওই সরকারি মুখপাত্র বলেন, 'আমি স্পষ্ট করে দিতে চাই যে ভারত সম্পূর্ণ বেআইনি ভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে এবং চিন এই সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না৷ অরুণাচল প্রদেশ নিয়েও আমাদের অবস্থান একই৷ সামরিক শক্তিবৃদ্ধির উদ্দেশ্যে সীমান্ত বরাবর পরিকাঠামোগত নির্মাণে আমাদের আপত্তি রয়েছে৷
চিনের ওই সরকারি মুখপাত্র বলেন, 'আমি স্পষ্ট করে দিতে চাই যে ভারত সম্পূর্ণ বেআইনি ভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে এবং চিন এই সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না৷ অরুণাচল প্রদেশ নিয়েও আমাদের অবস্থান একই৷ সামরিক শক্তিবৃদ্ধির উদ্দেশ্যে সীমান্ত বরাবর পরিকাঠামোগত নির্মাণে আমাদের আপত্তি রয়েছে৷
advertisement
5/6
চিনের তরফে আরও দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত যে যে বিষয়ে ঐক্যমতে পৌঁছন সম্ভব, তা দু' পক্ষেরই মেনে চলা উচিত৷ ভারতকেও তা মেনে চলার জন্য অনুরোধ করেছেন চিনের বিদেশমন্ত্রকের ওই মুখপাত্র৷
চিনের তরফে আরও দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত যে যে বিষয়ে ঐক্যমতে পৌঁছন সম্ভব, তা দু' পক্ষেরই মেনে চলা উচিত৷ ভারতকেও তা মেনে চলার জন্য অনুরোধ করেছেন চিনের বিদেশমন্ত্রকের ওই মুখপাত্র৷
advertisement
6/6
ভারত সরকারের শীর্ষস্তরের আধিকারিকদের দাবি, নতুন এই সেতুগুলি ব্যবহার করে অনেক দ্রুত সীমান্তে বাহিনী এবং অস্ত্র ও সামরিক সাজসরঞ্জাম পাঠানো সম্ভব হবে৷ সোমবারই লাদাখের চূশূলে ভারত এবং চিনের শীর্ষ স্তরের সামরিক কর্তাদের মধ্যে সপ্তম দফার আলোচনা শেষ হয়েছে৷ প্রায় ১১ ঘণ্টা ধরে দু' পক্ষের মধ্যে বৈঠকের পরে যে যৌথ বিবৃতি জারি করা হয়, সেখানে অবশ্য লাদাখ নিয়ে চিনের তরফে এই ধরনের কোনও মন্তব্য করা হয়নি৷
ভারত সরকারের শীর্ষস্তরের আধিকারিকদের দাবি, নতুন এই সেতুগুলি ব্যবহার করে অনেক দ্রুত সীমান্তে বাহিনী এবং অস্ত্র ও সামরিক সাজসরঞ্জাম পাঠানো সম্ভব হবে৷ সোমবারই লাদাখের চূশূলে ভারত এবং চিনের শীর্ষ স্তরের সামরিক কর্তাদের মধ্যে সপ্তম দফার আলোচনা শেষ হয়েছে৷ প্রায় ১১ ঘণ্টা ধরে দু' পক্ষের মধ্যে বৈঠকের পরে যে যৌথ বিবৃতি জারি করা হয়, সেখানে অবশ্য লাদাখ নিয়ে চিনের তরফে এই ধরনের কোনও মন্তব্য করা হয়নি৷
advertisement
advertisement
advertisement