ভারত-চিন সীমান্ত উত্তেজনার মধ্যে বড় খবর, বাংলার বঙ্গোপসাগরের খাঁড়িতে রাশিয়ার সঙ্গে যুগ্ম যুদ্ধমহড়া ভারতের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নিজেদের সবদিক থেকে প্রস্তুত রাখছে ভারত৷ পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের খাঁড়িতে হবে অভ্যাস৷
সীমান্তে ভারত চিন উত্তেজনা জারি। এরইমধ্যে ভারত ও রাশিয়া -র যুগ্ম মহড়া হতে চলেছে। সেপ্টেম্বরের ৪ ও ৫ তারিখ এই প্রস্তুতি হতে চলেছে। বাংলার বঙ্গোপসাগরের খাঁড়িতে এই যুদ্ধাভ্যাস এবার আলাদা গুরুত্ব পাচ্ছে। এই মুহূর্তে দেশের সুরক্ষা একটি চ্যালেঞ্জের মুখে৷ এই যুদ্ধাভ্যাসের সময় কামান থেকে নিশানায় তোপ দাগা হবে৷ Photo- File
advertisement
advertisement
advertisement