ভারত-চিন সীমান্ত উত্তেজনার মধ্যে বড় খবর, বাংলার বঙ্গোপসাগরের খাঁড়িতে রাশিয়ার সঙ্গে যুগ্ম যুদ্ধমহড়া ভারতের

Last Updated:
নিজেদের সবদিক থেকে প্রস্তুত রাখছে ভারত৷ পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের খাঁড়িতে হবে অভ্যাস৷
1/4
সীমান্তে ভারত চিন উত্তেজনা জারি। এরইমধ্যে ভারত ও রাশিয়া -র যুগ্ম মহড়া হতে চলেছে। সেপ্টেম্বরের ৪ ও ৫ তারিখ এই প্রস্তুতি হতে চলেছে। বাংলার বঙ্গোপসাগরের খাঁড়িতে এই যুদ্ধাভ্যাস এবার আলাদা গুরুত্ব পাচ্ছে। এই মুহূর্তে দেশের সুরক্ষা একটি চ্যালেঞ্জের মুখে৷ এই যুদ্ধাভ্যাসের সময় কামান থেকে নিশানায় তোপ দাগা হবে৷ Photo- File
সীমান্তে ভারত চিন উত্তেজনা জারি। এরইমধ্যে ভারত ও রাশিয়া -র যুগ্ম মহড়া হতে চলেছে। সেপ্টেম্বরের ৪ ও ৫ তারিখ এই প্রস্তুতি হতে চলেছে। বাংলার বঙ্গোপসাগরের খাঁড়িতে এই যুদ্ধাভ্যাস এবার আলাদা গুরুত্ব পাচ্ছে। এই মুহূর্তে দেশের সুরক্ষা একটি চ্যালেঞ্জের মুখে৷ এই যুদ্ধাভ্যাসের সময় কামান থেকে নিশানায় তোপ দাগা হবে৷ Photo- File
advertisement
2/4
ভারতীয় নৌসেনা ভারত মহাসাগরে ইতিমধ্যেই যুদ্ধজাহাজ মোতায়েন হয়ে আছে৷ এই যুদ্ধাভ্যাসের নাম দেওয়া হয়েছে ইন্দ্র যুদ্ধাভ্যাস৷ এই যুদ্ধের প্রস্তুতি প্রথমে রাশিয়ার ভ্লাদিভোস্টকে হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা অতিমারির কারণে এই যুদ্ধাভ্যাস সেখানে হচ্ছে না৷ Photo- File
ভারতীয় নৌসেনা ভারত মহাসাগরে ইতিমধ্যেই যুদ্ধজাহাজ মোতায়েন হয়ে আছে৷ এই যুদ্ধাভ্যাসের নাম দেওয়া হয়েছে ইন্দ্র যুদ্ধাভ্যাস৷ এই যুদ্ধের প্রস্তুতি প্রথমে রাশিয়ার ভ্লাদিভোস্টকে হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা অতিমারির কারণে এই যুদ্ধাভ্যাস সেখানে হচ্ছে না৷ Photo- File
advertisement
3/4
এই যুদ্ধাভ্যাসের জন্য রুশ নৌসেনার যুদ্ধজাহাজ অ্যাডমিরাল বিনোগ্রাদোব. অ্যাডমিরাল ট্রিবিউটস, বরিস ব্যুতোমা সঙ্গে হেলিকপ্টারও থাকবে৷ Photo- File
এই যুদ্ধাভ্যাসের জন্য রুশ নৌসেনার যুদ্ধজাহাজ অ্যাডমিরাল বিনোগ্রাদোব. অ্যাডমিরাল ট্রিবিউটস, বরিস ব্যুতোমা সঙ্গে হেলিকপ্টারও থাকবে৷ Photo- File
advertisement
4/4
অন্যদিকে ভারতীয় নৌসেনার পক্ষ থেকে আইএনএস রণবিজয় (বিনাশক), সহ্যাদ্রি (লড়াকু), আর কিল্লন (যুদ্ধপোতা), শক্তি (ট্যাঙ্কার) এবং যুদ্ধবিমান এই ড্রিলে থাকবে৷ ৩১ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর অবধি শ্রীলঙ্কার হম্বনটোটাতে রাশিয়ার যুদ্ধজাহাজ গুলি থাকবে৷ Photo- File
অন্যদিকে ভারতীয় নৌসেনার পক্ষ থেকে আইএনএস রণবিজয় (বিনাশক), সহ্যাদ্রি (লড়াকু), আর কিল্লন (যুদ্ধপোতা), শক্তি (ট্যাঙ্কার) এবং যুদ্ধবিমান এই ড্রিলে থাকবে৷ ৩১ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর অবধি শ্রীলঙ্কার হম্বনটোটাতে রাশিয়ার যুদ্ধজাহাজ গুলি থাকবে৷ Photo- File
advertisement
advertisement
advertisement