লাদাখে মোতায়েন করা হতে পারে রাফাল, চিনকে চাপে রাখতে পরিকল্পনা বায়ুসেনার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ফ্রান্সের থেকে ৫৯০০০ কোটি টাকার বিনিময়ে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আগামী ২২ থেকে ২৪ জুলাই নয়াদিল্লিতে বায়ুসেনার শীর্ষ আধিকারিকদের বৈঠক রয়েছে৷ সেখানেই রাফালের ব্যবহার এবং চিনের আগ্রাসী মনোভাবের পাল্টা কী রণনীতি তৈরি করা হবে, সেই কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা৷ এর পাশাপাশি ভবিষ্যতে বায়ুসেনার শক্তি বৃদ্ধির জন্য আরও কী কী কেনা প্রয়োজন, তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা৷ PHOTO- FILE
advertisement
advertisement
advertisement
এই মুহূর্তে লাদাখে দিনের পাশাপাশি রাতে এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আকাশপথে নজরদারি চালানোর জন্য তৈরি থাকতে চাইছে বায়ুসেনা৷ সেই জন্য মিগ ২৯ ফাইটার জেট, সুখোই ৩০এস, অ্যাপাচে এএইচ-৬৪ই অ্যাটাক হেলিকপ্টার, চিনুক হেলিকপ্টারের মতো নিজেদের সেরা অস্ত্রগুলিকে লাদাখ এবং তার সংলগ্ন এলাকায় নজরদারি চালানোর কাজে ব্যবহার করছে বায়ুসেনা৷ এর সঙ্গে রাফাল জুড়ে গেলে ভারতের শক্তি অনেকটাই বাড়বে৷ PHOTO- FILE