আবার সীমান্তে চিনের উস্কানি! দ্বিপাক্ষিক বোঝাপড়া মানছে না চিন তাই উপযুক্ত ব্যবস্থা নেবে কেন্দ্র
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ফেরাতে দু’দেশের কমান্ডার স্তরের বৈঠক হচ্ছে৷ তার মধ্যেই চলল চিনের ফের আক্রমণ৷ যা নিয়ে রীতিমত কড়া প্রতিক্রিয়া ভারতের৷
advertisement
advertisement
advertisement
▪️আরও একবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠক করেন বিশেদ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের সঙ্গে৷ সরকারি সূত্রের খবর, ভারত নিজের আগ্রাসী মনোভাব বজায় রেখেই এক্ষেত্রে এগোবে৷
advertisement
advertisement
▪️অন্য কোনও দেশের এক ইঞ্চি জমিও কখনও দখল করেনি চিন৷ চিনা সেনারও অন্য দেশের ভূখণ্ডে অনুপ্রবেশের প্রশ্ন ওঠে না৷ লাদাখে নতুন করে উত্তেজনা ছড়ানোর পরিপ্রেক্ষিতে এমনই দাবি করেছে বেজিং৷ একই সঙ্গে অবশ্য সুর নরম করে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র দাবি করেছেন, ভুল বোঝাবুঝি থেকেই সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে থাকতে পারে৷