Howrah News: শনিদেবকে সন্তুষ্ট করতে পারলে কেটে যায় কঠিন রোগ! বিশ্বাসে ভক্তদের ঢল এই মন্দিরে

Last Updated:
এই দেবতাকে সন্তুষ্ট করতে পারলে সব বাধা মুক্তি কঠিন রোগ থেকে মুক্তি
1/6
গ্রহরাজ , শনিদেব। সূর্যদেব ও সূর্যপত্নী ছায়া দেবীর পুত্র শনিদেব। এজন্য শনিদেবকে ছায়া পুত্রও বলা হয়। পশ্চিমবাংলার প্রায় সর্বত্র গ্রহরজ বা শনিদেবতার পুজো অনুষ্ঠিত হয়, তা ছাড়াও ভারতবর্ষের বেশ কিছু স্থানে গ্রহরাজের মন্দির রয়েছে। পাঁচলা গঙ্গাধরপুরে পুরনো রীতি মেনে প্রায় ৫০ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে শনিদেবের পুজো ।
গ্রহরাজ , শনিদেব। সূর্যদেব ও সূর্যপত্নী ছায়া দেবীর পুত্র শনিদেব। এজন্য শনিদেবকে ছায়া পুত্রও বলা হয়। পশ্চিমবাংলার প্রায় সর্বত্র গ্রহরজ বা শনিদেবতার পুজো অনুষ্ঠিত হয়, তা ছাড়াও ভারতবর্ষের বেশ কিছু স্থানে গ্রহরাজের মন্দির রয়েছে। পাঁচলা গঙ্গাধরপুরে পুরনো রীতি মেনে প্রায় ৫০ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে শনিদেবের পুজো ।
advertisement
2/6
শনিদেবের দৃষ্টি অশুভ বলে মনে করা হয়৷ আবার শনিদেব সন্তুষ্ট হলে যে কোন বাধা বিপত্তি কঠিন রোগ থেকে মুক্তি মেলে৷ সেজন্য দেখা যায় শনি দেবের সন্তুষ্ট করতে অসংখ্য ভক্তের সমাগম হয় শনি মন্দিরে।
শনিদেবের দৃষ্টি অশুভ বলে মনে করা হয়৷ আবার শনিদেব সন্তুষ্ট হলে যে কোন বাধা বিপত্তি কঠিন রোগ থেকে মুক্তি মেলে৷ সেজন্য দেখা যায় শনি দেবের সন্তুষ্ট করতে অসংখ্য ভক্তের সমাগম হয় শনি মন্দিরে।
advertisement
3/6
শনি দেবতার প্রধান প্রসাদ হল ' সিন্নি বা সিন্ন ',  অন্যান্য সব রকম ফল নিবেদন করার পাশাপাশি। আটা, ময়দা, দুধ, গঙ্গাজল, কলা, সন্দেশ মিশিয়ে তৈরি হয় ' সিন্নি 'প্রসাদ।
শনি দেবতার প্রধান প্রসাদ হল ' সিন্নি বা সিন্ন ',  অন্যান্য সব রকম ফল নিবেদন করার পাশাপাশি। আটা, ময়দা, দুধ, গঙ্গাজল, কলা, সন্দেশ মিশিয়ে তৈরি হয় ' সিন্নি 'প্রসাদ।
advertisement
4/6
শনিদেবকে সন্তুষ্ট করতে পারলে বাধা-বিপত্তি বা কঠিন রোগ মুক্ত হয় এমনটাই বিশ্বাস ভক্তদের। সেই মতো নির্জলা উপবাস করেন ভক্তরা। সারাদিন উপবাস থেকে শনিদেবর কাছে পুজো করে প্রার্থনা জানিয়ে ' সিন্নি ' প্রসাদ গ্রহণ করেন ভক্তরা।
শনিদেবকে সন্তুষ্ট করতে পারলে বাধা-বিপত্তি বা কঠিন রোগ মুক্ত হয় এমনটাই বিশ্বাস ভক্তদের। সেই মতো নির্জলা উপবাস করেন ভক্তরা। সারাদিন উপবাস থেকে শনিদেবর কাছে পুজো করে প্রার্থনা জানিয়ে ' সিন্নি ' প্রসাদ গ্রহণ করেন ভক্তরা।
advertisement
5/6
শনিদেবের পুজোর মূল উপকরণ যা দিয়ে গ্রহরাজ বা শনিদেব সন্তুষ্ট করা যায় বলে ভক্তরা মনে করেন। সেই মত অন্যান্য ফল,দুধ, গঙ্গা জলের পাশাপাশি নীল রঙের ঘট, নীল ফুল, কালো বস্ত তিল ইত্যাদি।
শনিদেবের পুজোর মূল উপকরণ যা দিয়ে গ্রহরাজ বা শনিদেব সন্তুষ্ট করা যায় বলে ভক্তরা মনে করেন। সেই মত অন্যান্য ফল,দুধ, গঙ্গা জলের পাশাপাশি নীল রঙের ঘট, নীল ফুল, কালো বস্ত তিল ইত্যাদি।
advertisement
6/6
রীতি অনুযায়ী শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজার্চনা করার বিধান রয়েছে, সেই মতো হাওড়া জেলার গ্রামে গঞ্জে বা শহরতলীতে দেখা যায় শনি দেবের পুজো। সারা বছর নিয়ম মেনে প্রচারণা অনুষ্ঠিত হলেও শ্রাবণ মাসে পুজো অনুষ্ঠিত হয় জাকজমক পূর্ণ।
রীতি অনুযায়ী শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজার্চনা করার বিধান রয়েছে, সেই মতো হাওড়া জেলার গ্রামে গঞ্জে বা শহরতলীতে দেখা যায় শনি দেবের পুজো। সারা বছর নিয়ম মেনে প্রচারণা অনুষ্ঠিত হলেও শ্রাবণ মাসে পুজো অনুষ্ঠিত হয় জাকজমক পূর্ণ।
advertisement
advertisement
advertisement