Happy Valentine's Day 2019: বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন জয়া এহসান ?

Last Updated:
Happy Valentine's Day 2019: বা প্রেম দিবশে আসছে দুই বাংলার ৫টি প্রেমের গল্প নিয়ে বিশেষ ওয়েব সিরিজ যাতে অভিনয় করছেন জয়া এহসান, বিক্রম চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, দেবপর্ণা চক্রবর্তী
1/7
জয়া এহসানের সঙ্গে বিক্রম চট্টোপাধ্যেয় প্রেম ? এমনই গুঞ্জন ৷ ফাগুন বউ-য়ের অভিনেতার সঙ্গে মন দেওয়া নেওয়ার সম্পর্ক জয়ার ? এই খবরেই এখন মেতেছে বাংলার টলি ও টেলি দুনিয়া ৷ Photo Courtesy: SVF
জয়া এহসানের সঙ্গে বিক্রম চট্টোপাধ্যেয় প্রেম ? এমনই গুঞ্জন ৷ ফাগুন বউ-য়ের অভিনেতার সঙ্গে মন দেওয়া নেওয়ার সম্পর্ক জয়ার ? এই খবরেই এখন মেতেছে বাংলার টলি ও টেলি দুনিয়া ৷ Photo Courtesy: SVF
advertisement
2/7
তবে সত্যিটা কী, জানা যাবে ১৪ই ফেব্রুয়ারি, বাংলার জনপ্রিয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম হৈচৈ-এ ৷ Velentine's Day উপলক্ষ্যে বিশেষ ওয়েব সিরিজ আসতে চলেছে হৈচৈ-এ ৷ থাকছে ৫জন পরিচালকের তৈরি ৫টি প্রেমের গল্প ৷ ৫রকমের প্রেমের ধরণ বা ব্যাখ্যা মিলতে চলেছে এই প্রেম দিবসে এমনই অনুমান ৷ যদিও প্রেম না বলে সম্পর্কের গল্প বলাই ভাল, কারণ গল্পে রয়েছে এমনই সব উপাদান ৷ Photo Courtesy: SVF
তবে সত্যিটা কী, জানা যাবে ১৪ই ফেব্রুয়ারি, বাংলার জনপ্রিয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম হৈচৈ-এ ৷ Velentine's Day উপলক্ষ্যে বিশেষ ওয়েব সিরিজ আসতে চলেছে হৈচৈ-এ ৷ থাকছে ৫জন পরিচালকের তৈরি ৫টি প্রেমের গল্প ৷ ৫রকমের প্রেমের ধরণ বা ব্যাখ্যা মিলতে চলেছে এই প্রেম দিবসে এমনই অনুমান ৷ যদিও প্রেম না বলে সম্পর্কের গল্প বলাই ভাল, কারণ গল্পে রয়েছে এমনই সব উপাদান ৷ Photo Courtesy: SVF
advertisement
3/7
দুই বাংলার পরিচালক মিলে তৈরি করেছেন এই ওয়েব সিরিজ ৷ আর এর মধ্যে একটি রয়েছে জয়া এহসান, বিক্রম চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের ত্রিকোণের প্রেমের গল্প ৷ তবে সাধারণ ভাবে ত্রিকোণ প্রেম বলতে আমরা যা বুঝি, এটা ঠিক তেমন নয় ৷ স্বল্প দৈর্ঘের এই ছবিটির নাম গোপনে প্রেম ছাড়ান ৷ পরিচালক সুমন মুখোপাধ্যায় ৷  Photo Courtesy: SVF
দুই বাংলার পরিচালক মিলে তৈরি করেছেন এই ওয়েব সিরিজ ৷ আর এর মধ্যে একটি রয়েছে জয়া এহসান, বিক্রম চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের ত্রিকোণের প্রেমের গল্প ৷ তবে সাধারণ ভাবে ত্রিকোণ প্রেম বলতে আমরা যা বুঝি, এটা ঠিক তেমন নয় ৷ স্বল্প দৈর্ঘের এই ছবিটির নাম গোপনে প্রেম ছাড়ান ৷ পরিচালক সুমন মুখোপাধ্যায় ৷ Photo Courtesy: SVF
advertisement
4/7
উড়নচণ্ডী ছবির মাধ্যমে পরিচালনায় এসেছেন অভিষেক ৷ এই সিরিজে তাঁর পরিচালনায় থাকছে একটি পাতি প্রেমের গল্প ৷ নাম থেকেই স্পষ্ট যে আর পাঁচটি প্রেমের মতই ছবির গল্প থাকছে ৷ কিন্তু ঋদ্ধি ও রাজনন্দিনী অভিনীত এই গল্পে কোথায় থাকছে ট্যুইস্ট, সেটাই দেখার ৷ Photo Courtesy: SVF
উড়নচণ্ডী ছবির মাধ্যমে পরিচালনায় এসেছেন অভিষেক ৷ এই সিরিজে তাঁর পরিচালনায় থাকছে একটি পাতি প্রেমের গল্প ৷ নাম থেকেই স্পষ্ট যে আর পাঁচটি প্রেমের মতই ছবির গল্প থাকছে ৷ কিন্তু ঋদ্ধি ও রাজনন্দিনী অভিনীত এই গল্পে কোথায় থাকছে ট্যুইস্ট, সেটাই দেখার ৷ Photo Courtesy: SVF
advertisement
5/7
এছাড়াও থাকছে খোঁজ ছবি খ্যাত পরিচালক অর্ক গাঙ্গুলির প্রেমের ছবি ফড়িং-এর বউ ৷ ৬ বছরের মেয়ে চিনি আর ফড়িং-এর এক অদ্ভুত সম্পর্ক নিয়ে এই ছবি ৷ অভিনয়ে কৃত্তিকা চক্রবর্তী, রোহিত সামন্ত, দেবপর্ণা চক্রবর্তী ৷ Photo Courtesy: SVF
এছাড়াও থাকছে খোঁজ ছবি খ্যাত পরিচালক অর্ক গাঙ্গুলির প্রেমের ছবি ফড়িং-এর বউ ৷ ৬ বছরের মেয়ে চিনি আর ফড়িং-এর এক অদ্ভুত সম্পর্ক নিয়ে এই ছবি ৷ অভিনয়ে কৃত্তিকা চক্রবর্তী, রোহিত সামন্ত, দেবপর্ণা চক্রবর্তী ৷ Photo Courtesy: SVF
advertisement
6/7
থাকছে বাংলাদেশের বিখ্যাত পরিচালক তৌকির আহমেদের ছবি রিরহ উত্তরণে অভিনয় করেছেন রৌনক হাসান ও জাকিয়া বারি মোমো ৷ পুরনো সঙ্গীকে ফিরে পাওয়ার এক গল্প ৷ কিন্তু আবার কী কাছে আসবেন তারা এই নিয়ে এগোবে গল্পটি ৷ Photo Courtesy: SVF
থাকছে বাংলাদেশের বিখ্যাত পরিচালক তৌকির আহমেদের ছবি রিরহ উত্তরণে অভিনয় করেছেন রৌনক হাসান ও জাকিয়া বারি মোমো ৷ পুরনো সঙ্গীকে ফিরে পাওয়ার এক গল্প ৷ কিন্তু আবার কী কাছে আসবেন তারা এই নিয়ে এগোবে গল্পটি ৷ Photo Courtesy: SVF
advertisement
7/7
আরও এক বাংলাদেশের পরিচালক দীপংকর দীপনের ছবি লিলিথ ৷ দিনদিন চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যন্ত্রের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে আমাদের ৷ তেমনই এক রকমের গল্প দেখা যাবে দিপঙ্কর দিপনের ছবিতে ৷ অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও মাসুমা রহমান নাবিলা ৷ Photo Courtesy: SVF
আরও এক বাংলাদেশের পরিচালক দীপংকর দীপনের ছবি লিলিথ ৷ দিনদিন চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যন্ত্রের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে আমাদের ৷ তেমনই এক রকমের গল্প দেখা যাবে দিপঙ্কর দিপনের ছবিতে ৷ অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও মাসুমা রহমান নাবিলা ৷ Photo Courtesy: SVF
advertisement
advertisement
advertisement