জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য মোদি সরকারের বড় ঘোষণা, বিনামূল্যে মিলবে আরও পরিষেবা
Last Updated:
এই যোজনার আওতায় থাকা গ্রাহকেরা পাবেন আরও বেশি সুবিধা ৷
২০১৯, আসন্ন লোকসভা ভোটই এখন মোদি সরকারের পাখির চোখ ৷ জনগণের ভোট জিততে একের পর এক জনমোহিনী ঘোষণা করে চলেছে কেন্দ্র ৷ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য উৎসাহ দিতে যে জনধন যোজনা এনেছিল মোদি সরকার, সেই জনধন যোজনায় অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ এই যোজনার আওতায় থাকা গ্রাহকেরা পাবেন আরও বেশি সুবিধা ৷
advertisement
advertisement
advertisement
এতেই শেষ নয় জনধন যোজনায় ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন যেসব গ্রাহক তারা এবার থেকে আগের চেয়ে অনেক বেশি সুবিধে পাবেন ৷ অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছেন, জনধন অ্যাকাউন্টে বাড়ানো হচ্ছে ওভারড্রাফ্টের সীমা ৷ জনধন অ্যাকাউন্টে ৫০০০ টাকা থেকে ওভারড্রাফটের সীমা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে ৷ যদিও ২০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফট পরিষেবায় কোনও শর্ত নেই ৷
advertisement
advertisement
advertisement
advertisement