মালদহ থেকে ব্রাউন সুগার এনে বিক্রি! পুলিশের 'সারপ্রাইজ ভিজিটে' যা হল শেষমেশ...
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Brown Sugar: পুলিশ আগে থেকেই খবর পেয়েছিল মালাদহ থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে এসেছে এই যুবক। এরপর শিকারের অপেক্ষায় ওৎ পেতে বসে পুলিশ।
জয়গাঁ, আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: বড়সড় সাফল্য আলিপুরদুয়ার পুলিশের। ব্রাউন সুগার বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ল যুবক। গোপন সূত্রে খবর পেয়ে খোদ আলিপুরদুয়ার শহর থেকে ব্রাউন সুগার উদ্ধার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। মঙ্গলবার শহরের কোর্ট সংলগ্ন এক হোটেলের সামনে এক যুবকের কাছ থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে এক যুবক।
জানা গিয়েছে, ব্রাউন সুগার-সহ ধৃত ওই যুবকের নাম কুলদীপ পোদ্দার। জয়গাঁর ইলিয়াস নগরের বাসিন্দা কুলদীপ এদিন কোর্ট সংলগ্ন রাস্তায় আসতেই পুলিশ আটক করে তাকে। এরপর তল্লাশি চালাতেই তার পকেট থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
আরও পড়ুনঃ কবরস্থান লাগোয়া পরিত্যক্ত বাড়ির ঝোপে র*ক্তমাখা… কাছে যেতেই শিউরে উঠল গা! কে বা কারা করল এমন নৃশংস কাজ?
আটককৃত যুবকের বিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য এবং মনোরোগ সংক্রান্ত পদার্থ (NDPS) আইনের ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, পুলিশ আগে থেকেই খবর পেয়েছিল মালদহ থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে এসেছে এই যুবক। এরপর শিকারের অপেক্ষায় ওৎ পেতে বসে পুলিশ। কোর্ট সংলগ্ন এলাকায় ওই যুবক আসতেই তাকে হাতে নাতে ধরে ফেলে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিক্ষকদের পদোন্নতি, স্থায়ী কর্মসচিব নিয়োগ! বিশ্বভারতীর কর্ম সমিতির বৈঠকে দারুণ সব সিদ্ধান্ত, আর কী কী বদল আনছেন বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য
পুলিশ সুত্রের পাওয়া খবর অনুযায়ী, এই যুবকের কাছ থেকেও অতীতেও ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল। যদিও তদন্ত সাপেক্ষে পুলিশ এই বিষয় নিয়ে ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চায়নি।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 11:17 PM IST