IMD Weather Forecast: রোদ ঝলমলে আবহাওয়া, আমূল বদলাবে বৃহস্পতিবার থেকে, আবহাওয়ার বড় খবর
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
IMD Weather Forecast: সোমবারের পর মঙ্গলবার সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া দুই জেলায়, জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট।
*কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া চলতি সপ্তাহের প্রথম তিন দিন রোদ ঝলমলে আবহাওয়ার কথা শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে বৃহস্পতিবার থেকে বদলাতে পারে আবহাওয়ার চরিত্র হতে পারে বৃষ্টি। চলতি মরশুমে ব্যাপক বৃষ্টি হয়েছে জেলা জুড়ে। সোমবারের পর মঙ্গলবার সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে।
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
*সোমবার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বেশ গরম অনুভূত হয়েছে সারাদিন। সোমবারের পর মঙ্গলবারও আকাশ পরিষ্কার। কয়েকটি জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এদিনও একইভাবে থাকবে আবহাওয়া। তবে তিন দিনের স্বস্তির কথা শোনাতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রতিমা শিল্পীরা।
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
*বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া তথ্য অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে মেঘলা আকাশ থাকবে গোটা জেলা জুড়ে। শুধু তাই নয় সোমবারের থেকেও বেশি এদিনের তাপমাত্রা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
*একইভাবে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও অস্বস্তিকর গরম অব্যাহত। স্থানীয় হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় এদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও বেলা গড়াতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা গিয়েছে। একই তাপমাত্রা জেলার অন্যান্য শহরগুলিতেও।
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement