বাবা জেনারেল কাস্ট অথচ ছেলে এসসি! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জাল জাতি শংসাপত্র তৈরির অভিযোগ, DM-কে ইমেল বিজেপি নেতার

Last Updated:

Fake Caste Certificate: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে জাল জাতি শংসাপত্র বানানোর অভিযোগ। পঞ্চায়েত প্রধান জেনারেল কাস্ট হওয়া সত্ত্বেও তাঁর ছেলের জন্য বানিয়েছেন এসসি সার্টিফিকেট।

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে জাল জাতি শংসাপত্র বানানোর অভিযোগ
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে জাল জাতি শংসাপত্র বানানোর অভিযোগ
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: বাবা জেনারেল কাস্ট অথচ ছেলে এসসি! এমন আবার হয় নাকি। তবে হ্যাঁ, এমনটা হল। কোথায় বলুন তো? বনগাঁ ব্লকের ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে জাল জাতি শংসাপত্র বানানোর অভিযোগ। পঞ্চায়েত প্রধান জেনারেল কাস্ট হওয়া সত্ত্বেও তাঁর ছেলের জন্য বানিয়েছেন এসসি সার্টিফিকেট। এই ঘটনার জেরে জেলা ম্যাজিস্ট্রেটের দারস্থ হলেন বিজেপি নেতা। ইমেল মারফত জানালেন অভিযোগ।
আরও পড়ুনঃ দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে সর্বনাশ! পিকআপ ভ্যানের সজোরে ধাক্কা, হাইওয়েতে পড়ে র*ক্তাক্ত ৩ কিশোর
উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রধান স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এদিন জেলা বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস বিস্ফোরক অভিযোগ তোলেন। স্বরূপ বিশ্বাস নিজে জেনারেল কাস্ট হলেও তিনি নিজের ছেলের নামে এসসি সার্টিফিকেট বানিয়েছেন। ২০২২ সালে ওই এসসি সার্টিফিকেট বানিয়েছেন স্বরূপবাবু। তেমনই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা।
advertisement
আরও পড়ুনঃ মালদহ থেকে ব্রাউন সুগার এনে বিক্রি! পুলিশের ‘সারপ্রাইজ ভিজিটে’ যা হল শেষমেশ…
রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসসি সার্টিফিকেট বানিয়েছেন বলে অভিযোগ তুলেছেন নেতা অমৃতলাল বিশ্বাস। প্রধানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তুলেছে বিরোধী দল।
advertisement
যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, বিজেপির পক্ষ থেকে যে এসসি সার্টিফিকেটটি দেখানো হচ্ছে সেটা পুরোপুরি মিথ্যা। সার্টিফিকেটটি যাচাই করলেই তা প্রমাণ হবে। রাজনৈতিক কারণে বিজেপি এমন অভিযোগ তুলছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবা জেনারেল কাস্ট অথচ ছেলে এসসি! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জাল জাতি শংসাপত্র তৈরির অভিযোগ, DM-কে ইমেল বিজেপি নেতার
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement