বাবা জেনারেল কাস্ট অথচ ছেলে এসসি! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জাল জাতি শংসাপত্র তৈরির অভিযোগ, DM-কে ইমেল বিজেপি নেতার
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Fake Caste Certificate: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে জাল জাতি শংসাপত্র বানানোর অভিযোগ। পঞ্চায়েত প্রধান জেনারেল কাস্ট হওয়া সত্ত্বেও তাঁর ছেলের জন্য বানিয়েছেন এসসি সার্টিফিকেট।
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: বাবা জেনারেল কাস্ট অথচ ছেলে এসসি! এমন আবার হয় নাকি। তবে হ্যাঁ, এমনটা হল। কোথায় বলুন তো? বনগাঁ ব্লকের ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে জাল জাতি শংসাপত্র বানানোর অভিযোগ। পঞ্চায়েত প্রধান জেনারেল কাস্ট হওয়া সত্ত্বেও তাঁর ছেলের জন্য বানিয়েছেন এসসি সার্টিফিকেট। এই ঘটনার জেরে জেলা ম্যাজিস্ট্রেটের দারস্থ হলেন বিজেপি নেতা। ইমেল মারফত জানালেন অভিযোগ।
আরও পড়ুনঃ দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে সর্বনাশ! পিকআপ ভ্যানের সজোরে ধাক্কা, হাইওয়েতে পড়ে র*ক্তাক্ত ৩ কিশোর
উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রধান স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এদিন জেলা বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস বিস্ফোরক অভিযোগ তোলেন। স্বরূপ বিশ্বাস নিজে জেনারেল কাস্ট হলেও তিনি নিজের ছেলের নামে এসসি সার্টিফিকেট বানিয়েছেন। ২০২২ সালে ওই এসসি সার্টিফিকেট বানিয়েছেন স্বরূপবাবু। তেমনই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা।
advertisement
আরও পড়ুনঃ মালদহ থেকে ব্রাউন সুগার এনে বিক্রি! পুলিশের ‘সারপ্রাইজ ভিজিটে’ যা হল শেষমেশ…
রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসসি সার্টিফিকেট বানিয়েছেন বলে অভিযোগ তুলেছেন নেতা অমৃতলাল বিশ্বাস। প্রধানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তুলেছে বিরোধী দল।
advertisement
যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, বিজেপির পক্ষ থেকে যে এসসি সার্টিফিকেটটি দেখানো হচ্ছে সেটা পুরোপুরি মিথ্যা। সার্টিফিকেটটি যাচাই করলেই তা প্রমাণ হবে। রাজনৈতিক কারণে বিজেপি এমন অভিযোগ তুলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 12:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবা জেনারেল কাস্ট অথচ ছেলে এসসি! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জাল জাতি শংসাপত্র তৈরির অভিযোগ, DM-কে ইমেল বিজেপি নেতার