বিরাট সুখবর...! পুজোর মুখেই বাড়ল এসি লোকালের স্টপেজ, নতুন কোন কোন স্টেশনে দাঁড়াবে এই ট্রেন? দেখে নিন তালিকা

Last Updated:
AC Local Train: সদ্য চালু হওয়া এসি লোকালের স্টপেজ আরও বাড়ানো হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এক মাসের জন্য এই পরিষেবা দেওয়া হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত স্টপেজে দাঁড়াবে ট্রেনগুলি। কোন কোন স্টেশনে থামবে?
1/6
পুজোর মুখেই বাড়ল শিয়ালদহ ডিভিশনে এসি লোকালের স্টপেজ! যাত্রীদের জন্য সুখবর। পুজোর আগে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য এবার বড় ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।
পুজোর মুখেই বাড়ল শিয়ালদহ ডিভিশনে এসি লোকালের স্টপেজ! যাত্রীদের জন্য সুখবর। পুজোর আগে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য এবার বড় ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।
advertisement
2/6
সদ্য চালু হওয়া এসি লোকালের স্টপেজ আরও বাড়ানো হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এক মাসের জন্য এই পরিষেবা দেওয়া হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত স্টপেজে দাঁড়াবে ট্রেনগুলি। কোন কোন স্টেশনে থামবে?
সদ্য চালু হওয়া এসি লোকালের স্টপেজ আরও বাড়ানো হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এক মাসের জন্য এই পরিষেবা দেওয়া হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত স্টপেজে দাঁড়াবে ট্রেনগুলি। কোন কোন স্টেশনে থামবে?
advertisement
3/6
রেল সূত্রে খবর, শিয়ালদহ–রানাঘাট এসি লোকাল এতদিন থামত বিধাননগর রোড, দমদম জংশন, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাটে। এবার থেকে ট্রেন দাঁড়াবে বেলঘরিয়া ও শ্যামনগরেও।
রেল সূত্রে খবর, শিয়ালদহ–রানাঘাট এসি লোকাল এতদিন থামত বিধাননগর রোড, দমদম জংশন, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাটে। এবার থেকে ট্রেন দাঁড়াবে বেলঘরিয়া ও শ্যামনগরেও।
advertisement
4/6
অন্যদিকে, শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট এসি লোকাল এতদিন থামত বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর ও বনগাঁয়। নতুন সিদ্ধান্তে এই ট্রেন দাঁড়াবে আরও পাঁচটি স্টেশনে—চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিরা ও বিরাটিতে।
অন্যদিকে, শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট এসি লোকাল এতদিন থামত বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর ও বনগাঁয়। নতুন সিদ্ধান্তে এই ট্রেন দাঁড়াবে আরও পাঁচটি স্টেশনে—চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিরা ও বিরাটিতে।
advertisement
5/6
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীসংখ্যার উপর ভিত্তি করে ভবিষ্যতে এই অতিরিক্ত স্টপেজ স্থায়ী করা হবে কি না তা ঠিক করা হবে। গত ৫ সেপ্টেম্বর বনগাঁ - শিয়ালদহ শাখায় এসি লোকাল চালু হয়েছে। ফলে নতুন পরিষেবার সঙ্গে স্টপেজ বৃদ্ধিতে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বহু যাত্রী উপকৃত হবেন বলে আশা রেলের।
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীসংখ্যার উপর ভিত্তি করে ভবিষ্যতে এই অতিরিক্ত স্টপেজ স্থায়ী করা হবে কি না তা ঠিক করা হবে। গত ৫ সেপ্টেম্বর বনগাঁ - শিয়ালদহ শাখায় এসি লোকাল চালু হয়েছে। ফলে নতুন পরিষেবার সঙ্গে স্টপেজ বৃদ্ধিতে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বহু যাত্রী উপকৃত হবেন বলে আশা রেলের।
advertisement
6/6
রেলের তরফ থেকে ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই বনগাঁ শিয়ালদহ-সহ নৈহাটি শাখায় যাত্রীদের মধ্যে উচ্ছাস ধরা পড়েছে। আগামী দিনে এই পরীক্ষামূলকভাবে চালু হওয়া পরিষেবা বজায় থাকে কিনা সেটাই এখন দেখার।রুদ্র নারায়ণ রায়
রেলের তরফ থেকে ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই বনগাঁ শিয়ালদহ-সহ নৈহাটি শাখায় যাত্রীদের মধ্যে উচ্ছাস ধরা পড়েছে। আগামী দিনে এই পরীক্ষামূলকভাবে চালু হওয়া পরিষেবা বজায় থাকে কিনা সেটাই এখন দেখার।
রুদ্র নারায়ণ রায়
advertisement
advertisement
advertisement