অভিষিক্তার কাছে ভয়াবহ দুর্ঘটনা! রেস্তরাঁর সামনেই লরির চাকা পিষে দিল ব্যক্তিকে, বাইপাসে মর্মান্তিক দৃশ্য!

Last Updated:

EM Bypass Accident: কলকাতা ও বাসন্তীতে পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু, ছয়জন আহত। যাদবপুরের লেজিবিয়ার সামনে ও বাসন্তী হাইওয়েতে স্করপিও-টোটো সংঘর্ষে চাঞ্চল্য!

কলকাতা ও বাসন্তীতে পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু, ছয়জন আহত। যাদবপুরের লেজিবিয়ার সামনে ও বাসন্তী হাইওয়েতে স্করপিও-টোটো সংঘর্ষে চাঞ্চল্য!
কলকাতা ও বাসন্তীতে পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু, ছয়জন আহত। যাদবপুরের লেজিবিয়ার সামনে ও বাসন্তী হাইওয়েতে স্করপিও-টোটো সংঘর্ষে চাঞ্চল্য!
কলকাতা: কলকাতায় ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির (Accident)। বাইপাস থেকে অভিষিক্তা হয়ে যাদবপুর ব্রিজে ওঠার ঠিক আগে ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, যাদবপুরের লেজিবিয়ার নামক একটি রেস্তোরাঁর সামনে দিয়ে যাওয়ার সময় আচমকাই এক ব্যক্তি লরির চাকায় পিষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
অন্য দিকে বাসন্তীতে স্করপিও-টোটো মুখোমুখি সংঘর্ষ! এদিনই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতেও ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বাসন্তী থানার সোনাখালী তেঁতুলতলা মোড়ের কাছে একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় একটি স্করপিও। তীব্র ধাক্কায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর। আহত হন আরও ছ’জন।
স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিষিক্তার কাছে ভয়াবহ দুর্ঘটনা! রেস্তরাঁর সামনেই লরির চাকা পিষে দিল ব্যক্তিকে, বাইপাসে মর্মান্তিক দৃশ্য!
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement