In Pics: হাতে সময় নেই ? ককটেল পার্টির আগে ১০ মিনিটে এই স্ন্যাকসগুলো বানিয়ে ফেলুন বাড়িতেই

Last Updated:
1/5
• অফিস থেকে সবে ফিরেছেন ৷ হঠাৎই বন্ধুরা মিলে হৈ হা করে চলে এল বাড়িতে ৷ উদ্দেশ্য, পার্টি হবে জমিয়ে ৷ আপনার তো মাথায় হাত ৷ স্ন্যাক্সে কী খেতে দেওয়া যায় ? রইল সহজ সমাধান ৷ মাত্র ১০ মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন এই স্ন্যাক্সগুলো ৷
• অফিস থেকে সবে ফিরেছেন ৷ হঠাৎই বন্ধুরা মিলে হৈ হা করে চলে এল বাড়িতে ৷ উদ্দেশ্য, পার্টি হবে জমিয়ে ৷ আপনার তো মাথায় হাত ৷ স্ন্যাক্সে কী খেতে দেওয়া যায় ? রইল সহজ সমাধান ৷ মাত্র ১০ মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন এই স্ন্যাক্সগুলো ৷
advertisement
2/5
• চকোলেট চিজ স্যান্ডুইচ: মিষ্টি-নোনতা স্বাদ আসবে এই স্ন্যাক্সে ৷ বানানোও খুব সহজ ৷ ব্রেডের একটি স্লাইসে চকোলেট স্প্রেড লাগান ৷ অন্য স্লাইসে লাগান চিজ স্প্রেড ৷ এবার গ্রিল করুন ৷
• চকোলেট চিজ স্যান্ডুইচ: মিষ্টি-নোনতা স্বাদ আসবে এই স্ন্যাক্সে ৷ বানানোও খুব সহজ ৷ ব্রেডের একটি স্লাইসে চকোলেট স্প্রেড লাগান ৷ অন্য স্লাইসে লাগান চিজ স্প্রেড ৷ এবার গ্রিল করুন ৷
advertisement
3/5
• সালসা টপিং নাচো বাইট: খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় নাচো বাইট ৷ সালসা মিক্স যদি বাড়িতে থাকে তাহলে এই স্ন্যাক্স বানানো আরও সহজ হয়ে যায় ৷ চিজ স্লাইজ আর সালসা মিক্স টপিং দিয়ে ১০ মিনিটেই বানিয়ে ফেলুন এই স্ন্যাক্স ৷
• সালসা টপিং নাচো বাইট: খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় নাচো বাইট ৷ সালসা মিক্স যদি বাড়িতে থাকে তাহলে এই স্ন্যাক্স বানানো আরও সহজ হয়ে যায় ৷ চিজ স্লাইজ আর সালসা মিক্স টপিং দিয়ে ১০ মিনিটেই বানিয়ে ফেলুন এই স্ন্যাক্স ৷
advertisement
4/5
• কিউকাম্বার ফেটা রোলস: ককটেল পার্টিতে এই রোলের তুলনা নেই ৷ একটু মোটা করে শসার স্লাইজ কেটে নিন ৷ পনির আর ইয়োগার্ট দিয়ে রোলের ফিলিং বানান ৷ নুন, গোলমরিচ, লেবু দিয়ে সিজন করুন ৷ এবার শসার স্লাইজে মুড়ে টুথপিকে গেঁথে দিন ৷ তৈরি হয়ে গেল কিউকাম্বার ফেটা রোলস ৷
• কিউকাম্বার ফেটা রোলস: ককটেল পার্টিতে এই রোলের তুলনা নেই ৷ একটু মোটা করে শসার স্লাইজ কেটে নিন ৷ পনির আর ইয়োগার্ট দিয়ে রোলের ফিলিং বানান ৷ নুন, গোলমরিচ, লেবু দিয়ে সিজন করুন ৷ এবার শসার স্লাইজে মুড়ে টুথপিকে গেঁথে দিন ৷ তৈরি হয়ে গেল কিউকাম্বার ফেটা রোলস ৷
advertisement
5/5
• হাং কার্ড গার্লিক ব্রেড: বাজার থেকে গার্লিক ব্রেড কিনে আনুন ৷ হাতে সময় থাকলে বাড়িতেও বানাতে পারেন যদিও ৷ এর ওপর হাং কার্ডের টপিং দিন ৷ আপনার স্ন্যাকস রেডি ৷
• হাং কার্ড গার্লিক ব্রেড: বাজার থেকে গার্লিক ব্রেড কিনে আনুন ৷ হাতে সময় থাকলে বাড়িতেও বানাতে পারেন যদিও ৷ এর ওপর হাং কার্ডের টপিং দিন ৷ আপনার স্ন্যাকস রেডি ৷
advertisement
advertisement
advertisement