• ১৪ ও ১৫ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষ্যে ‘বংনিজ’-এর মূল আকর্ষণ ‘গতকালের রান্না’ ৷ ১৪ ও ১৫ তারিখ বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত থাকছে লাঞ্চ বাফেট ৷ ডিনার বাফেট থাকছে সাড়ে ৭টা সাড়ে ১০টা পর্যন্ত ৷ ‘বংনিজ’-এ জমিয়ে পয়লা বৈশাখের আহার সারতে চাইলে সল্টলেক সেক্টর ৩-র এফবি ব্লকে চলে আসতে হবে ৷ ঘি দিয়ে মুরগির রোস্ট- নিজস্ব চিত্র ৷