Black Fungus: পোল্ট্রি চিকেন থেকেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ? কী বলছেন বিশেষজ্ঞরা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
অনেকেই বলছেন, পোল্ট্রি মুরগির থেকেই নাকি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ছড়াচ্ছে । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়ে যায় । এর ফলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন ।
advertisement
advertisement
• এই রোগের উৎপত্তি, লক্ষ্ণণ, চিকিৎসা সংক্রান্ত অনেক ধোঁয়াশা রয়েছে এখনও । চিকিৎসকরা এই রোগের ধরন এবং চিকিৎসার উপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন । ইউএস সেন্টারস অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (US Centers for Disease Control and Prevention) বা সিডিসি অনুসারে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস মাটি এবং পচা পাতার মতো ক্ষয়কারী জৈব পদার্থের মধ্যে পাওয়া একটি ছত্রাক। শরীর দুর্বল হলে মূলত আক্রমণ করে এই ছত্রাক।
advertisement
advertisement
advertisement
• কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ মানুষ বা কোনও পশুর থেকে ছড়াতে পারে না । এই ফাঙ্গাসটি বাতাসের মধ্যে থাকে । যা মানুষের দেহে কোনও কাটা, পোড়ার মাধ্যমে প্রবেশ করে । এ ছাড়া শরীর দুর্বল হলে, ডায়াবেটিস বা অন্য কোনও ক্রনিক রোগ থাকলে বা রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকলে শরীরে বাসা বাঁধতে পারে ।