Bollywood Gossip: অজয়ের নাম শুনেই বেঁকে বসেন শ্রীদেবী! তারপর যা করেছিলেন...শুনলে শিউরে উঠবেন!

Last Updated:
Bollywood Gossip: অজয় দেবগণের নাম শুনেই অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী৷ এমনকী ছবি থেকেও অজয়কে বার করে দেন অভিনেত্রী৷
1/6
মাত্র ৪ বছর বয়সে চলচ্চিত্র জীবন শুরু করেন শ্রীদেবী৷ তামিল ছবি কান্ধন করুনাই দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু৷ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতেই বলিউডে পা রাখেন তিনি৷ আট থেকে অষ্টাদশী তাঁর অভিনয়ের ভক্ত৷
মাত্র ৪ বছর বয়সে চলচ্চিত্র জীবন শুরু করেন শ্রীদেবী৷ তামিল ছবি কান্ধন করুনাই দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু৷ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতেই বলিউডে পা রাখেন তিনি৷ আট থেকে অষ্টাদশী তাঁর অভিনয়ের ভক্ত৷
advertisement
2/6
সারা ভারতে তার ভক্তের সংখ্যা অগণিত৷ বলিউডে একাধিক সুপারহিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন বলিউডের চাঁদনি৷  তবে কানাঘুষোতে শোনা যায়, কাজের ক্ষেত্রে নিজের জনপ্রিয়তার প্রভাব খাটাতেন শ্রীদেবী৷
সারা ভারতে তার ভক্তের সংখ্যা অগণিত৷ বলিউডে একাধিক সুপারহিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন বলিউডের চাঁদনি৷ তবে কানাঘুষোতে শোনা যায়, কাজের ক্ষেত্রে নিজের জনপ্রিয়তার প্রভাব খাটাতেন শ্রীদেবী৷
advertisement
3/6
শোনা যায়,  নিজের অপছন্দের অভিনেতাদের সঙ্গে নাকি কাজ করতে পছন্দ করতেন না শ্রীদেবী৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, অজয় দেবগণের নাম শুনেই অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী৷ এমনকী ছবি থেকেও অজয়কে বার করে দেন অভিনেত্রী৷
শোনা যায়, নিজের অপছন্দের অভিনেতাদের সঙ্গে নাকি কাজ করতে পছন্দ করতেন না শ্রীদেবী৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, অজয় দেবগণের নাম শুনেই অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী৷ এমনকী ছবি থেকেও অজয়কে বার করে দেন অভিনেত্রী৷
advertisement
4/6
বলিউড পরিচালক মুকুল আনন্দ পরিচালিত ছবি 'খুদা গাওয়াহ' ছবিটি মুক্তি পায় ১৯৯২ সালে৷ সেই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যায় শ্রীদেবীকে৷ ছবিতে অমিতাভ বচ্চন ও নাগার্জুনও ছিলেন ৷ তবে নাগার্জুনকে পছন্দ ছিল না পরিচালকের৷ জ্যাকি শ্রফ ও চাঙ্কি পান্ডেকে পছন্দ থাকলে ও চরিত্রের কথা ভেবে বাদ দেন মুকুল৷
বলিউড পরিচালক মুকুল আনন্দ পরিচালিত ছবি 'খুদা গাওয়াহ' ছবিটি মুক্তি পায় ১৯৯২ সালে৷ সেই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যায় শ্রীদেবীকে৷ ছবিতে অমিতাভ বচ্চন ও নাগার্জুনও ছিলেন ৷ তবে নাগার্জুনকে পছন্দ ছিল না পরিচালকের৷ জ্যাকি শ্রফ ও চাঙ্কি পান্ডেকে পছন্দ থাকলে ও চরিত্রের কথা ভেবে বাদ দেন মুকুল৷
advertisement
5/6
শ্রীদেবীর কমবয়সী চরিত্রের বিপরীতে অভিনেতার খোঁজ চলাকালীন অজয় দেবগণের নাম মাথায় আসে মুকুলের৷ ফুল অউর কাঁটে -ছবিতে প্রশংসাও কুড়িয়েছিল অজয় সেইসময়৷ তবে অজয়ের নাম শ্রীদেবীকে জানাতেই বেঁকে বসেন নায়িকা৷
শ্রীদেবীর কমবয়সী চরিত্রের বিপরীতে অভিনেতার খোঁজ চলাকালীন অজয় দেবগণের নাম মাথায় আসে মুকুলের৷ ফুল অউর কাঁটে -ছবিতে প্রশংসাও কুড়িয়েছিল অজয় সেইসময়৷ তবে অজয়ের নাম শ্রীদেবীকে জানাতেই বেঁকে বসেন নায়িকা৷
advertisement
6/6
শ্রীদেবী সাফ বলেন, এই ছবিতে অজয় কাজ করলে তিনি করবেন না৷ নায়িকার এই আচরণে হতবাক হয়ে যান অভিনেতা৷ কারণ জিজ্ঞাসা করতে নায়িকা বলেন, আমি ইন্ডাস্ট্রিতে যে স্তরে রয়েছি সেখানে এখন অজয় পৌঁছতে পারেনি৷ ওঁর মতো নবাগত অভিনেতার সঙ্গে আমি কাজ করব না৷
শ্রীদেবী সাফ বলেন, এই ছবিতে অজয় কাজ করলে তিনি করবেন না৷ নায়িকার এই আচরণে হতবাক হয়ে যান অভিনেতা৷ কারণ জিজ্ঞাসা করতে নায়িকা বলেন, আমি ইন্ডাস্ট্রিতে যে স্তরে রয়েছি সেখানে এখন অজয় পৌঁছতে পারেনি৷ ওঁর মতো নবাগত অভিনেতার সঙ্গে আমি কাজ করব না৷
advertisement
advertisement
advertisement