বিকিনি টপ আর জিনস পরে পাহাড়ের মোড়ে মোড়ে তাঁর বাইক-সফরের শব্দ। কখনও আবার শাড়ি পরে নদীর ধারে অবসর কাটানো। আবার কখনও খাকি উর্দি পরে রাইফেল হাতে।
2/ 7
সেই একশা কেরুংয়ে মজেছে গোটা দেশ। সিকিমের এক পুলিশকর্মী এখন নামকরা মেকআপ ব্র্যান্ডের মুখ। শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সঙ্গে একইসঙ্গে সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা দিয়েছেন।
3/ 7
এমটিভি সুপারমডেল সিজন ২-এ অংশ নেওয়ার পরেই রাতারাতি জনপ্রিয়তা পান একশা। নিজেকে একাধারে পুলিশকর্মী, সুপারমডেল, বক্সার, বাইকার হিসেবে পরিচয় দেন পাহাড়ি কন্যে।
4/ 7
মাত্র ১৯ বছর বয়সে তিনি সিকিমের পুলিশ বিভাগে নিযুক্ত হন। ২০১৯ সালে পুলিশ বিভাগে প্রশিক্ষণ শুরু হয় তাঁর। ২০১৮ সালে ‘মিস সিকিম’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
5/ 7
মডেল হিসেবে যথেষ্ট নাম হওয়ার পর একশা বলিউডেও অভিনয়ের সুযোগ পান। ঋদ্ধি ডোগরা, মিলিন্দ সোমন, অংশুমান ঝার সঙ্গে ‘লকড়বগ্গা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
6/ 7
গ্ল্যামার দুনিয়ায় যথেষ্ট খ্যাতি অর্জন করার পরেও নিজের কর্মক্ষেত্র থেকে সরে আসেননি একশা। তাঁর ইন্সটাগ্রাম ঘুরে দেখলেই বোঝা যাবে পুলিশকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে ভালবাসেন তিনি।
7/ 7
ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ২ লক্ষ পেরিয়ে গিয়েছে। একইসঙ্গে উর্দি পরা এবং খোলামেলা ছবিতে মাত করেছেন গোটা সোশ্যাল মিডিয়া। একশাকে কুর্নিশ জানিয়েছেন দেশবাসী।
সেই একশা কেরুংয়ে মজেছে গোটা দেশ। সিকিমের এক পুলিশকর্মী এখন নামকরা মেকআপ ব্র্যান্ডের মুখ। শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সঙ্গে একইসঙ্গে সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা দিয়েছেন।
মাত্র ১৯ বছর বয়সে তিনি সিকিমের পুলিশ বিভাগে নিযুক্ত হন। ২০১৯ সালে পুলিশ বিভাগে প্রশিক্ষণ শুরু হয় তাঁর। ২০১৮ সালে ‘মিস সিকিম’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
মডেল হিসেবে যথেষ্ট নাম হওয়ার পর একশা বলিউডেও অভিনয়ের সুযোগ পান। ঋদ্ধি ডোগরা, মিলিন্দ সোমন, অংশুমান ঝার সঙ্গে ‘লকড়বগ্গা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
গ্ল্যামার দুনিয়ায় যথেষ্ট খ্যাতি অর্জন করার পরেও নিজের কর্মক্ষেত্র থেকে সরে আসেননি একশা। তাঁর ইন্সটাগ্রাম ঘুরে দেখলেই বোঝা যাবে পুলিশকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে ভালবাসেন তিনি।
ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ২ লক্ষ পেরিয়ে গিয়েছে। একইসঙ্গে উর্দি পরা এবং খোলামেলা ছবিতে মাত করেছেন গোটা সোশ্যাল মিডিয়া। একশাকে কুর্নিশ জানিয়েছেন দেশবাসী।