শাহরুখ খান সম্পর্কিত বিতর্কে আসার আগে সুদেশ বেরি কীভাবে অভিনয় জগতে এলেন, সে কথাটা না বললেই নয়। অভিনেতা নিজে জানিয়েছেন যে কলেজে পড়ার সময়ে তাঁর মন কেড়েছিল বক্সিং। এক চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষের হাতে রীতিমতো নাস্তানাবুদ হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। একথা বাবার কানে গেলে তিনি বক্সিং ছাড়ার নির্দেশ দেন। কাজটা কঠিন ছিল, তবে বিনা বাক্যব্যয়ে মেনে নেন সুদেশ।
তবে, ছবি সুপারহিট হয়েছে মুক্তির পরে, অথচ সেখানে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, এমন উদাহরণও প্রচুর আছে সুদেশের জীবনে। জানা যায়, যশ চোপড়া ডর ছবিতে শাহরুখ খান অভিনীত চরিত্রটিতে প্রথমে সুদেশকে নিতে চেয়েছিলেন। সুদেশ সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তা শাহরুখ খানের কাছে যায়। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাহরুখকে, যশ রাজ ফিল্মসের সঙ্গেও তাঁর আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে।