Rajesh-Dimple Secret: ছিঃ ছিঃ! হাঁটুর বয়সী স্ত্রী ডিম্পলের সঙ্গে প্রকাশ্যে যা করেছিলেন রাজেশ খান্না, লজ্জায় নায়িকার অবস্থা...
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Rajesh-Dimple Secret: একমাত্র জয় শিব শঙ্কর ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন রাজেশ-ডিম্পল। সেখানে কাজ করতে গিয়ে রাজেশ খান্নার কাছে বকুনিও খেয়েছিলেন তিনি। প্রসঙ্গত বিয়ের সময় ডিম্পলের বয়স ছিল মাত্র ১৫ বছর। আর রাজেশ খান্নার বয়স ছিল তাঁর দ্বিগুণ।
advertisement
advertisement
advertisement
অভিনেত্রীর কথায়, সব কিছু ভালই ছিল। ছবিও ভাল ভাবেই তৈরি হচ্ছিল। কিন্তু আর্থিক সমস্যা ছিল। কিন্তু একটা সময় আমরা শ্যুটিং করছিলাম, তখন উনি খুব একটা ভাল ছিলেন না। ব্যালকনিতে বেরিয়ে এসে তাঁর সাংবাদিকদের সামনে হাত নাড়ানোর কথা ছিল। তো আমি আমার শাল আর সানগ্লাস তাঁকে দিয়ে মিষ্টি করে বলেছিলাম, কাকাজি আপনি যখন বাইরে যাবেন, তখন সোজা তাকাবেন না। কারণ আপনার সাইড প্রোফাইল দেখতে বেশি ভাল লাগে। তিনি শুধু আমার দিকে তাকিয়ে কড়া ভাবে বলেন, এখন তুমি আমায় শেখাবে।
advertisement
অভিনেত্রীর কথায়, সব কিছু ভালই ছিল। ছবিও ভাল ভাবেই তৈরি হচ্ছিল। কিন্তু আর্থিক সমস্যা ছিল। কিন্তু একটা সময় আমরা শ্যুটিং করছিলাম, তখন উনি খুব একটা ভাল ছিলেন না। ব্যালকনিতে বেরিয়ে এসে তাঁর সাংবাদিকদের সামনে হাত নাড়ানোর কথা ছিল। তো আমি আমার শাল আর সানগ্লাস তাঁকে দিয়ে মিষ্টি করে বলেছিলাম, কাকাজি আপনি যখন বাইরে যাবেন, তখন সোজা তাকাবেন না। কারণ আপনার সাইড প্রোফাইল দেখতে বেশি ভাল লাগে। তিনি শুধু আমার দিকে তাকিয়ে কড়া ভাবে বলেন, এখন তুমি আমায় শেখাবে।
advertisement
advertisement