Rekha: কেন আমি একজন মহিলাকে বিয়ে করতে পারি না? তাহলে কি...'Big Secret' ফাঁস রেখার

Last Updated:
Rekha: ১৯৯০ সালে দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করে রেখা৷ যদিও একবছরে সেই বিয়ে টেকেনি৷
1/6
 বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখাকে নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে৷ বরং তাকে নিয়ে আলোচনা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা ৷ সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতো ঝড় উঠেছে নেটদুনিয়ায়৷
বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখাকে নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে৷ বরং তাকে নিয়ে আলোচনা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা ৷ সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতো ঝড় উঠেছে নেটদুনিয়ায়৷
advertisement
2/6
সেক্রেটারি ফরজানার সঙ্গে রেখার লিভ-ইন সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে সংবাদমাধ্যমে৷ ২০১৬ সালে প্রকাশিত ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী 'দ্য আনটোল্ড স্টোরি'- নিয়ে শিরোনামে উঠে এসেছেন আইকনিক অভিনেত্রী৷
সেক্রেটারি ফরজানার সঙ্গে রেখার লিভ-ইন সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে সংবাদমাধ্যমে৷ ২০১৬ সালে প্রকাশিত ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী 'দ্য আনটোল্ড স্টোরি'- নিয়ে শিরোনামে উঠে এসেছেন আইকনিক অভিনেত্রী৷
advertisement
3/6
১৯৯০ সালে দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করে রেখা৷ যদিও একবছরে সেই বিয়ে টেকেনি৷ বিয়ের একবছরের মধ্যেই আত্মহত্যা করেন রেখার স্বামী৷ মুকেশের মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি বলিউডের অন্দরে৷
১৯৯০ সালে দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করে রেখা৷ যদিও একবছরে সেই বিয়ে টেকেনি৷ বিয়ের একবছরের মধ্যেই আত্মহত্যা করেন রেখার স্বামী৷ মুকেশের মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি বলিউডের অন্দরে৷
advertisement
4/6
২০০৪ সালে সিমি গারেওয়ালের শো-তে উপস্থিত হয়েছিলেন রেখা৷ সেখানে অভিনেত্রীকে প্রশ্ন করেন তিনি 'আবার বিয়ে করবেন কিনা?' রেখা পাল্টা বলেন তুমি কি 'কোনও পুরুষের কথা বলছ?' সিমি পাল্টা বলেন,'নিশ্চয়ই! কোনও মহিলা কথা বলছি না৷' রেখা সিমিকে বলেন, 'কেন নয়?'
২০০৪ সালে সিমি গারেওয়ালের শো-তে উপস্থিত হয়েছিলেন রেখা৷ সেখানে অভিনেত্রীকে প্রশ্ন করেন তিনি 'আবার বিয়ে করবেন কিনা?' রেখা পাল্টা বলেন তুমি কি 'কোনও পুরুষের কথা বলছ?' সিমি পাল্টা বলেন,'নিশ্চয়ই! কোনও মহিলা কথা বলছি না৷' রেখা সিমিকে বলেন, 'কেন নয়?'
advertisement
5/6
এখানেই শেষ নয়, এরপর রেখা প্রকাশ্যেই আরও বলেন, 'আমার মনে, আমি নিজেকে, আমার পেশা এবং আমার প্রিয়জনকে বিয়ে করেছি। আমি বদমেজাজি মানুষ নই'।
এখানেই শেষ নয়, এরপর রেখা প্রকাশ্যেই আরও বলেন, 'আমার মনে, আমি নিজেকে, আমার পেশা এবং আমার প্রিয়জনকে বিয়ে করেছি। আমি বদমেজাজি মানুষ নই'।
advertisement
6/6
সিমি তারপর বলেন, 'যদি একজন মহিলা নিরাপদ থাকে তাহলে পুরুষই তাকে নিরাপত্তার অনুভূতি দিয়েছে'৷ রেখা তাকে বাধা দিয়ে উত্তরে বলেন, 'অতটাও প্রয়োজন নেই একজন পুরুষের সাথে কিছু করার'৷ রেখার এই মন্তব্য আবারও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷
সিমি তারপর বলেন, 'যদি একজন মহিলা নিরাপদ থাকে তাহলে পুরুষই তাকে নিরাপত্তার অনুভূতি দিয়েছে'৷ রেখা তাকে বাধা দিয়ে উত্তরে বলেন, 'অতটাও প্রয়োজন নেই একজন পুরুষের সাথে কিছু করার'৷ রেখার এই মন্তব্য আবারও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷
advertisement
advertisement
advertisement