অপরাজিতা অপুতে কাঁপিয়ে দিয়েছেন! এবার নিম ফুলের মধুতেও ভয় দেখাবেন উজ্জ্বল
- Published by:Debalina Datta
Last Updated:
ফের নেগেটিভ চরিত্রে উজ্জ্বল: এবার 'নিম ফুলের মধু' তে
কলকাতা: 'অপরাজিতা অপু' এর পর ফের নেগেটিভ চরিত্রে ফিরছেন উজ্জ্বল। এবার 'নিম ফুলের মধু' ধারাবাহিককে ভিলেনের ভূমিকায় তিনি। মফঃস্বল থেকে শহর কলকাতায় এসে কেরিয়ারের জন্যে স্ট্রাগল করার গল্পটা নতুন নয়। কিন্তু এই যাত্রাপথে বেশিরভাগই তাদের লক্ষ্য হারিয়ে ফেলে অথবা হার মেনে নেয় জীবনের কিছু প্রাথমিক চাহিদার কাছে। সদ্য শেষ হওয়া 'অপরাজিতা অপু' সিরিয়ালের দ্বৈপায়নের চরিত্রে অভিনয়ে করে সকলের মন জয় করে নেওয়া উজ্জ্বলের জীবনের গল্পটাও এর থেকে আলাদা কিছু নয়।
advertisement
তবে অনেক ঝড়ঝাপ্টা পেরিয়েও জীবনের কাছে হার মানেনি সে। বরং লক্ষ্য স্থির রেখে প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কলকাতার খ্যাতনামা থিয়েটার দলে অভিনয় শিক্ষার হাতেখড়ি। অভিনয়কে পেশা করার স্বপ্ন ঐ বয়সে অনেকেই দেখে। কিন্তু উজ্জ্বল বুঝেছিল, লম্বা সময়ে এই প্রতিযোগিতার দুনিয়ায় টিকে থাকতে গেলে প্রয়োজন প্রস্তুতির। সেইমতো মনপ্রাণ দিয়ে অভিনয়কে আঁকড়ে ধরে সে। কিন্তু সেই বড় দলের বড় বড় শিল্পীদের বড় বড় পলিটিক্সে টিকে থাকা হয় না তাঁর।
advertisement
advertisement









