Bollywood Gossip: মাতাল হয়ে রান্নাঘরে ঢোকেন অক্ষয় কুমার! স্ত্রী টুইঙ্কেলকে জোর করে... ফাঁস আর এক 'কেলেঙ্কারি'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: সলমন খানের শো 'দশ কা দম'-এ অতিথি হয়ে এসেছিলেন অক্ষয় । সেখানে ক্যাটরিনাও ছিলেন। অক্ষয় জানিয়েছিলেন মাতাল হয়ে তিনি খাবার রান্না করেন এবং তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নাকে খাওয়ান।
টলিউডের পাওয়ার কাপল অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না। পৃথিবীর ধনী অভিনেতাদের মধ্যে একজন অক্ষয়। তাঁর ছবি খুব একটা ফ্লপ করে না। তবে টুইঙ্কলকে সিনেমায় আর দেখা যায় না। তিনি ভেবে রেখেছিলেন, ‘মেলা’ হিট হলে তাঁর কেরিয়ারে অক্সিজেন জোগাবে। আর ফ্লপ হলে অক্ষয় কুমারকে বিয়ে করে নেবেন।২০০০ সালে মুক্তি পায় ‘মেলা’। কিন্তু সুপারফ্লপ। কিছু গান হিট হলেও ছবি প্রেক্ষাগৃহে চলেনি। এর সঙ্গেই টুইঙ্কলের কপালে জোটে ‘সুপারফ্লপ নায়িকা’-র তকমা। এরপরই বলিউডের ঝলমলে পৃথিবীকে চিরতরে বিদায় জানান রাজেশ-ডিম্পলের কন্যা।
advertisement
২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয় কুমারকে বিয়ে করেন টুইঙ্কল খান্না। আর কোনও সিনেমায় অভিনয় করেননি। ফিরেও তাকাননি বলিউডের দিকে। তিনি শুধুই অক্ষয়ের গৃহিণী। আর সফল লেখিকাও বটে। বেশ কয়েকটি বই লিখেছেন। ‘ওয়েলকাম টু প্যারাডাইজ’, ‘পায়জামাস আর ফরগিভিং’, দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’ ইত্যাদি। ২০১৮ সালে প্রকাশিত টুইঙ্কলের প্রথম বই ‘মিসেস ফানিবোনস’ বিশেষ প্রশংসিত হয় সমালোচক মহলে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement