

*পরিণতি পাচ্ছে দীর্ঘ প্রেম। ২০২১-র প্রথম দিনেই রেজিস্ট্রি বিয়েটা সেরে ফেলেছিলেন। আজ সন্ধ্যায় সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়বেন টলিউডের জনপ্রিয় জুটি অভিনেতা ওম সাহানি এবং তাঁর প্রেমিকা অভিনেত্রী মিমি দত্ত। ছবি: ইনস্টাগ্রাম।


*আইবুড়োভাত, মেহেন্দি, সঙ্গীতের পর্ব মিটেছে। সেই সব গালা ইভেন্টের ছবি ওম-মিমি এবং তাঁদের বন্ধুরা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবি: ইনস্টাগ্রাম।


*টলিউডের বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে বুধবার সকাল সকাল মিটল গায়ে হলুদ পর্ব। গায়ে হলুদে পরার জন্য হলুদ শাড়িই বেছে নিয়েছিলেন মিমি। সঙ্গে ফুলের গয়না। হাসি মুখে বন্ধুদের সঙ্গে ছবি তুলেছেন জমিয়ে। সেই ছবি দেখার জন্য এখন মুখিয়ে রয়েছেন দু'জনের ফ্যানরা। ছবি: ইনস্টাগ্রাম।


*আইবুড়োভাতে মিমি পড়েছিলেন লাল শাড়ি। সঙ্গে সোনায় গয়নায় তাঁকে মানিয়েছিল বেশ। ছবি: ইনস্টাগ্রাম।


*ওম-মিমির সঙ্গীতে বসেছিল চাঁদের হাট। অভিনেত্রী সন্দীপ্তা সে, দেবপর্ণা পাল চৌধুরী, সায়ন্তনী গুহ ঠাকুরতা কে ছিল না সেখানে। ছবি: ইনস্টাগ্রাম।


*২০১১ -এ পরিচয় হয়েছিল ওম সাহানি ও মিমি দত্তের। ধারাবাহিক 'আলোর বাসা'-এ কাজ করতে গিয়ে তাঁদের আলাপ। তবে ২০১৭ থেকে প্রেমের শুরু। ছবি: ইনস্টাগ্রাম।


*ওম বিহারি হলেও বাঙালি মতেই হবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। লাল বেনারসিতে বাঙালি কনের সাজে সাজবেন মিমি। তবে রিসেপশনের তারিখ এখনও ঠিক করেননি দু'জনে। ছবি: ইনস্টাগ্রাম।