Tollywood Divorce: ফের ভাঙন টলিউডে! ১০ বছর প্রেম, ২ বছরের সংসার! তাসের ঘরের মতো বিয়ে ভাঙল অভিনেতার

Last Updated:
Tollywood Divorce: অনেকদিন ধরেই জল্পনা অভিনেতা ইন্দ্রাশিস রায়ের বিবাহিত জীবন নিয়ে। শোনা যায়, এক ছাদের তলায় থাকছে না সৌরভী এবং ইন্দ্রাশিস। কিন্তু বারবারই নিজেদের ব‍্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এড়িয়ে গিয়েছেন অভিনেতা।
1/6
অনেকদিন ধরেই জল্পনা অভিনেতা ইন্দ্রাশিস রায়ের বিবাহিত জীবন নিয়ে। শোনা যায়, এক ছাদের তলায় থাকছে না সৌরভী এবং ইন্দ্রাশিস।
অনেকদিন ধরেই জল্পনা অভিনেতা ইন্দ্রাশিস রায়ের বিবাহিত জীবন নিয়ে। শোনা যায়, এক ছাদের তলায় থাকছে না সৌরভী এবং ইন্দ্রাশিস।
advertisement
2/6
কিন্তু বারবারই নিজেদের ব‍্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এড়িয়ে গিয়েছেন অভিনেতা। দিন কয়েক আগে জন্মদিন ছিল অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রাশীষ রায়ের (Indrasish Roy)-এর জন্মদিনে তাঁর স্ত্রীয়ের পোস্ট যেন উস্কে দেয় জল্পনা।
কিন্তু বারবারই নিজেদের ব‍্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এড়িয়ে গিয়েছেন অভিনেতা। দিন কয়েক আগে জন্মদিন ছিল অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রাশীষ রায়ের (Indrasish Roy)-এর জন্মদিনে তাঁর স্ত্রীয়ের পোস্ট যেন উস্কে দেয় জল্পনা।
advertisement
3/6
তিনি লেখেন, ‘শুভ জন্মদিন ইন্দ্রাশিস! সুস্থ থাকো। আরও ভাল কাজ করো। নতুন বছরটা খুব ভাল কাটুক। সেই সঙ্গে আমাদের বন্ধুত্বও যেন চিরস্থায়ী হয়।’
তিনি লেখেন, ‘শুভ জন্মদিন ইন্দ্রাশিস! সুস্থ থাকো। আরও ভাল কাজ করো। নতুন বছরটা খুব ভাল কাটুক। সেই সঙ্গে আমাদের বন্ধুত্বও যেন চিরস্থায়ী হয়।’
advertisement
4/6
শুধুই বন্ধুত্বের কথা বলছে কেন? এরপরই এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, 'আমাদের বহুদিন আগেই ডিভোর্স হয়ে গেছে। এখন এটা নিয়ে কথা বলার মতো কিছু নেই। ১০ বছরের প্রেম, ২ বছরের দাম্পত্য, আমাদের মধ্যে সত্যি তিক্ততা নেই। আমরা কিন্তু আজও বন্ধু।'
শুধুই বন্ধুত্বের কথা বলছে কেন? এরপরই এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, 'আমাদের বহুদিন আগেই ডিভোর্স হয়ে গেছে। এখন এটা নিয়ে কথা বলার মতো কিছু নেই। ১০ বছরের প্রেম, ২ বছরের দাম্পত্য, আমাদের মধ্যে সত্যি তিক্ততা নেই। আমরা কিন্তু আজও বন্ধু।'
advertisement
5/6
সূত্রের খবর, ২০২৩ সালেই পাকাপাকি ডিভোর্স হয় তাঁদের। তাঁরা দুজনেই এখন জীবনে মুভ অন করে গেছে। কিন্তু মাঝেমাঝেই দেখা হয় তাঁদের। এখনও তাঁরা খুব কাছের বন্ধু।
সূত্রের খবর, ২০২৩ সালেই পাকাপাকি ডিভোর্স হয় তাঁদের। তাঁরা দুজনেই এখন জীবনে মুভ অন করে গেছে। কিন্তু মাঝেমাঝেই দেখা হয় তাঁদের। এখনও তাঁরা খুব কাছের বন্ধু।
advertisement
6/6
২০২১ সালে খুব ছিমছাম করেই বিয়েটা সারেন তাঁরা। দু বছরের দাম্পত্য জীবন আর তারপরেই ডিভোর্স। সৌরভী বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মরত।
২০২১ সালে খুব ছিমছাম করেই বিয়েটা সারেন তাঁরা। দু বছরের দাম্পত্য জীবন আর তারপরেই ডিভোর্স। সৌরভী বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মরত।
advertisement
advertisement
advertisement