Tollywood Actor's Real Names: ভানু বন্দ্যোপাধ্যায় থেকে যিশু, টোটা... প্রিয় তারকাদের 'পিতৃদত্ত' নাম কি জানেন? চমকে যাবেন, গ্যারান্টি!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Tollywood Actor's Real Names: নাম বদলে যাওয়া নায়ক ও অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় চোখ রাখলে আপনিও অবাক হবেন। কে কে রয়েছেন এই লিস্টে? দেখে নিন চটপট।
বাবা-মা বা পরিবারের দেওয়া, স্কুল-কলেজেও খাতায় কলমে থাকা পিতৃদত্ত সুন্দর নাম ছেড়ে ডাক নামেই জনপ্রিয় হয়েছেন অভিনেতারা। এমনটা হামেশাই দেখা গিয়েছে টলিউড থেকে বলিউডে। অভিনয় জগতে খ্যাতি পাওয়ার জন্য শুধু দক্ষ অভিনয় আর কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়। আলাদা করে নজর কাড়ার জন্য আরও অনেক কিছুই করেন অভিনেতা অভিনেত্রীরা। কখনও বদলে ফেলেন লুক তো কখনও পাল্টে নেন পিতৃদত্ত নাম। আর এটা যে শুধু নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরাই করেন এমনটা কিন্তু নয়। যুগে যুগে চলে আসছে এই প্রবণতা।
advertisement
advertisement
advertisement
advertisement
ভানু বন্দ্যোপাধ্যায়– বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ তাঁকে ছাড়া অসম্পূর্ণ। হাসির মোড়কে ক্ষুরধার অভিনয় মানেই ভানু বন্দ্যোপাধ্যায়। বহু ক্লাসিক ছবি উপহার দিয়েছেন তিনি বাংলার দর্শকদের, যেগুলো আজো একই রকম আইকনিক। কিন্তু জানলে অবাক হবেন, ভানু কিন্তু তাঁর আসল নাম নয়, বরং ডাক নাম। তাঁর আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়।
advertisement
যিশু সেনগুপ্ত– টলিউডের এই প্রজন্মের নায়ক অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি। সিরিয়াল থেকে শুরু করে বড়পর্দায় পা রেখেছেন যিশু সেনগুপ্ত। বহু বছর এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন যিশু। টলিউডের পাশাপাশি বলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও দাপিয়ে রাজত্ব করছেন। তবে অভিনেতার আসল নাম ক'জন জানেন? আপনি কী জানতেন যিশু আসলে বিশ্বরূপ সেনগুপ্ত। অভিনয়ে পা রেখেই নাম বদলে ফেলেন তিনি।
advertisement
advertisement
দেব, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তীদের বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করেন রঞ্জিত মল্লিক কন্যা কোয়েল মল্লিক। তবে মেয়ে অভিনয়ে আসুক প্রথম দিকে মোটেই চাননি প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। রোম্যান্টিক ছবি হোক কিংবা থ্রিলার পর্দায় সমান দাপট দেখিয়েছেন কোয়েল। মডার্ন হাইস্কুল ফর গার্লস-এর ছাত্রী কোয়েলের কিন্তু আরও একটি নাম রয়েছে, রুক্মিণী মল্লিক।
advertisement