রণবীর কাপুর কিংবা ভিকি কৌশল নন; ‘অ্যানিম্যাল’ এবং ‘স্যাম বাহাদুর’ ছবির পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন এই অভিনেতা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
This Bollywood Actor rejected animal and Sam Bahadur: যেমন- মাত্র তিন দিনে ২০০ কোটি টাকা আয় করে বক্স অফিসের ইতিহাসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ‘অ্যানিম্যাল’। অন্য দিকে সেই তুলনায় ‘স্যাম বাহাদুর’ ছবির আয় কম।
গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দু’টি হিন্দি ছবি - সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ এবং মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’। বলাই বাহুল্য যে, ভক্তদের ভালবাসা উপচে পড়ছে এই দু’টি ছবির জন্য। তার প্রমাণ মিলেছে বক্স অফিসে। যেমন- মাত্র তিন দিনে ২০০ কোটি টাকা আয় করে বক্স অফিসের ইতিহাসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ‘অ্যানিম্যাল’। অন্য দিকে সেই তুলনায় ‘স্যাম বাহাদুর’ ছবির আয় কম। যদিও ছোট ছবি অনুযায়ী তা থেকে পরিচালক আয় করেছেন প্রায় ২৫.৫০ কোটি টাকা।
advertisement
তবে দুই ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে রণবীর কাপুর এবং ভিকি কৌশলের অভিনয় প্রশংসিত হয়েছে। তবে ভাগ্যের অনুমতি থাকলে হয়তো অন্য একজন অভিনেতার ভাগ্যে ছিল এই দুই ছবির কেন্দ্রীয় চরিত্র। আসলে ‘অ্যানিম্যাল’ এবং ‘স্যাম বাহাদুর’ ছবির জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও মেঘনা গুলজারের প্রথম পছন্দ ছিলেন একজন অভিনেতাই। তবে তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন।
advertisement
আসলে ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র চরিত্রে মেঘনার প্রথম পছন্দ ছিলেন রণবীর সিং। তাঁর কাছে ওই চরিত্রের প্রস্তাব গেলেও অভিনেতা সাইন করেননি। কারণ ততদিনে তিনি করণ জোহরের ‘তখত’ ছবির জন্য ডেট দিয়ে দিয়েছিলেন। ফলে রণবীরের মনে হয়েছিল যে, ‘স্যাম বাহাদুর’ করার সময় হবে না। তবে ‘তখত’-এর কাজ এখন আটকে রয়েছে। শুধু তা-ই নয়, ‘পদ্মাবত’ তারকার কাছে ‘অ্যানিম্যাল’ ছবিরও অফার গিয়েছিল। কিন্তু ওই সময়ে তিনি ক্রিকেট বিশ্বকাপ ভিত্তিক ছবি ‘৮৩’-র কাজে ব্যস্ত ছিলেন। সেই কারণে ‘অ্যানিম্যাল’ করার প্রস্তাব ফিরিয়ে দেন রণবীর।
advertisement
এমনকী এ-ও জানা গিয়েছে যে, ‘অ্যানিম্যাল’ ছবিটি করতেও চাননি অভিনেতা। রণবীরের মনে হয়েছিল যে, ওই চরিত্র এবং বিষয়বস্তুটা বড়ই গভীর। তাই ওই ছবির প্রস্তাব নাকচ করেছিলেন তিনি। এছাড়া কিছু প্রতিবেদনে জানা গিয়েছে যে, প্রায় বছর চারেক আগে নিজের প্রথম পরিচালিত ছবি ‘কবীর সিং’-এর জন্য রণবীর সিংয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।অতিমারীর পরে মুক্তিপ্রাপ্ত রণবীরের বড় ছবি ছিল ‘৮৩’।
advertisement
১৯৮৩ সালে বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয়গাথাই ছিল ওই ছবির মূল উপজীব্য। তবে ভক্তদের প্রত্যাশা অনুযায়ী ছবি বক্স অফিসে তেমন ভাল ফল করতে পারেনি। বড় বাজেটের ছবি হওয়া সত্ত্বেও মাত্র ১৯৩ কোটি টাকা আয় করেছিল ৮৩। বলা হয়, ছবিটির গড় আয় খুবই কম ছিল। মূলত ওই সময় কোভিড নিষেধাজ্ঞার কারণেই এমনটা হয়ে থাকতে পারে।এরপরে রণবীরের আরও দু’টি ছবি ‘সার্কাস’ এবং ‘জয়েশভাই জোরদার’-ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে তারপরেই মুক্তি পায় সুপারহিট ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’। করণ জোহর পরিচালিত এই ছবিটি ১৫০ কোটি টাকারও বেশি আয় করেছে।