সঞ্জয় দত্ত সুন্দরী মেয়েকে নায়িকা হতে দেননি ! গুরুতর ব্যাখ্যা বাবার
Last Updated:
বর্তমানে সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশালা সম্প্রতি খবরের শিরোনামে ৷ ত্রিশালার কথিত বয়ফ্রেন্ডের মৃত্যুতে একটি অবেগপূর্ণ পোস্ট করেছেন ৷ ত্রিশালা বলিউডের স্টার কিডসদের মধ্যে সব থেকে বেশি লাইমলাইটের থেকে দূরে রয়েছেন ৷ ত্রিশালা কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেই নিমেষেই ভাইরাল হয়ে যায় ৷ কোনও নায়িকার তেকে গ্ল্যামারে কোনও মতেই কম নন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবি শেয়ার করে মিনিটেই খবরের শিরোনামে এসেছেন তিনি ৷ তবে ত্রিশালার জীবনের সব থেকে বড় ও গোপন তথ্য পাঁস করলেন তিনি নিজেই ৷
advertisement
advertisement
বাবা সঞ্জয় দত্ত জানিয়েছেন তাঁর মেয়ে ত্রিশালা মন দিয়ে লেখাপড়া করুক ৷ ত্রিশালা ফরেন্সিফ স্টাডিজে বেশ ভাল সেটা নিয়েই ভবিষ্যতে এগিয়ে যাক এটাই তাঁর প্রত্যাশা ৷ সঞ্জয় জানিয়েছেন অভিনেত্রী হতে হলে অনেক পরিশ্রম করতে হবে, বলতে হবে হিন্দিও ৷ ত্রিশালায় হিন্দি আমেরিকান ভাষা মিশ্রিত যা বলিউডে গ্রহণযোগ্য নয় ৷
advertisement
advertisement
advertisement
advertisement