Adrit-Kaushambi: আদরে মাখামাখি! নাকে নাক লাগিয়ে ঘনিষ্ঠ মুহূর্তে...! আদৃতের জন্মদিনে অদেখা ছবি ফাঁস কৌশাম্বির

Last Updated:
Adrit-Kaushambi: বিয়ের পর প্রথম জন্মদিন৷ ৩২ বছরে পা দিলেন টলিউড অভিনেতা আদৃত রায়৷ বিয়ের পর অদেখা ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন আদৃতের স্ত্রী কৌশাম্বি৷
1/6
বিয়ের পর প্রথম জন্মদিন৷ ২৫ মে ৩২ বছরে পা দিলেন টলিউড অভিনেতা আদৃত রায়৷  বিয়ের পর জন্মদিনটা ঠিক কতটা স্পেশ্যাল, তা আর বলার অপেক্ষা রাখে না৷
বিয়ের পর প্রথম জন্মদিন৷ ২৫ মে ৩২ বছরে পা দিলেন টলিউড অভিনেতা আদৃত রায়৷ বিয়ের পর জন্মদিনটা ঠিক কতটা স্পেশ্যাল, তা আর বলার অপেক্ষা রাখে না৷
advertisement
2/6
বরের প্রথম জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন কৌশাম্বি তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ বিয়ের পর অদেখা ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন আদৃতের স্ত্রী কৌশাম্বি৷
বরের প্রথম জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন কৌশাম্বি তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ বিয়ের পর অদেখা ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন আদৃতের স্ত্রী কৌশাম্বি৷
advertisement
3/6
এদিন কৌশাম্বি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে আদুরে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন৷ যেখানে দেখা যাচ্ছে, হাতে হাত রেখে নাকে নাক লাগিয়ে চরম ঘনিষ্ঠ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দু'জনে৷
এদিন কৌশাম্বি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে আদুরে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন৷ যেখানে দেখা যাচ্ছে, হাতে হাত রেখে নাকে নাক লাগিয়ে চরম ঘনিষ্ঠ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দু'জনে৷
advertisement
4/6
পরের ছবিতে দেখা যাচ্ছে, বরের চুলের ঝুঁটি ধরে আদরে ভরিয়ে দিচ্ছেন কৌশাম্বি৷ স্ত্রীকে আগলে রয়েছেন আদৃত৷  দু'জনের এই রোম্যান্টিক ছবি নেটদুনিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে৷
পরের ছবিতে দেখা যাচ্ছে, বরের চুলের ঝুঁটি ধরে আদরে ভরিয়ে দিচ্ছেন কৌশাম্বি৷ স্ত্রীকে আগলে রয়েছেন আদৃত৷ দু'জনের এই রোম্যান্টিক ছবি নেটদুনিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে৷
advertisement
5/6
নীল রঙের সিল্কের শাড়ি, গা ভর্তি সোনার গয়না পরে দেখা গিয়েছে কৌশাম্বিকে৷ এবং আদৃত ঘিয়ে রঙের পাঞ্জাবি পরেছেন৷ কৌশাম্বি এই ছবি পোস্ট করে লেখেন- 'শুভ জন্মদিন সোলমেট এবং আমার প্রিয় বন্ধু,তবে মনে রাখবে সেরাটা আসতে এখনও বাকি আছে৷'
নীল রঙের সিল্কের শাড়ি, গা ভর্তি সোনার গয়না পরে দেখা গিয়েছে কৌশাম্বিকে৷ এবং আদৃত ঘিয়ে রঙের পাঞ্জাবি পরেছেন৷ কৌশাম্বি এই ছবি পোস্ট করে লেখেন- 'শুভ জন্মদিন সোলমেট এবং আমার প্রিয় বন্ধু,তবে মনে রাখবে সেরাটা আসতে এখনও বাকি আছে৷'
advertisement
6/6
টলিপাড়ার নবদম্পতি আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীকে নিয়ে ভক্তদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে৷ ৯ মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলি কাপল৷ আদৃত  ও কৌশাম্বির এই ছবি নেটদুনিয়ার হটকেক৷
টলিপাড়ার নবদম্পতি আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীকে নিয়ে ভক্তদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে৷ ৯ মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলি কাপল৷ আদৃত ও কৌশাম্বির এই ছবি নেটদুনিয়ার হটকেক৷
advertisement
advertisement
advertisement